Home বিনোদন অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু, তদন্তে নতুন মোড়

অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু, তদন্তে নতুন মোড়

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক: পাকিস্তানের মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যুর ঘটনায় অবশেষে আদালতের নির্দেশে মামলা রুজুর প্রক্রিয়া শুরু হলো। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (দক্ষিণ) সোমবার পুলিশের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আইনজীবী শাহজাইব সোহেল এ বিষয়ে আদালতে একটি আবেদন দাখিল করেছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, হুমাইরা আসগরের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা নথিভুক্ত করা জরুরি। শুনানি শেষে আদালত পুলিশকে নিহতের পরিবারের সদস্যদের জবানবন্দি গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পুলিশের আগের শুনানিতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছিল, হুমাইরার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ইতোমধ্যে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

আবেদনে দাবি করা হয়, হুমাইরা আসগর ৭ অক্টোবর মারা গেলেও তার মোবাইল ফোন ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সক্রিয় ছিল। এ সময়ে একজন মেকআপ আর্টিস্ট একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন ধরা হয়নি, পরবর্তীতে হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি মুছে দেওয়া হয়। এ কারণে মেকআপ আর্টিস্ট, নিহতের ভাইসহ আরও কয়েকজনকে তদন্তের আওতায় আনার অনুরোধ জানানো হয়।

পুলিশ প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থলের বাথরুম ও কক্ষ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আবেদনে দাবি করা হয়, হুমাইরা আসগরকে হত্যা করা হয়েছে এবং এ বিষয়ে অবিলম্বে এফআইআর দায়ের করা প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে মামলা নথিভুক্ত করা হবে। এ আবেদনে এসএসপি দক্ষিণ ও গিজরি থানার এসএইচওকেও পক্ষভুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জুলাই করাচির ডিফেন্স ফেজ-৬ এর ইত্তেহাদ কমার্শিয়ালের একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার করা হয়।