Home বিনোদন দক্ষিণ আমেরিকা থেকে সুখবর পেলেন জয়া আহসান

দক্ষিণ আমেরিকা থেকে সুখবর পেলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ পশ্চিমবঙ্গের দর্শক মাতানোর পর এবার উড়াল দিল দক্ষিণ আমেরিকার বাজারে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ছবিটি ইতোমধ্যে আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরে প্রদর্শিত হয়েছে এবং দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

দক্ষিণ আমেরিকার পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, প্রথম পর্যায়ের সফল প্রদর্শনীর পর আরও বেশ কয়েকটি শহর থেকে ‘ডিয়ার মা’ প্রদর্শনের জন্য অনুরোধ পাচ্ছে তারা। প্রতিষ্ঠানটির কর্ণধার নওশাবা রশিদ ও রাজ হামিদ জয়ার উদ্দেশে পাঠানো এক চিঠিতে লিখেছেন—“যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটির প্রথম ধাপের প্রদর্শনী শেষ হয়েছে। দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় আমরা আপ্লুত। আগামী সপ্তাহ থেকেই বোস্টন, হার্টফোর্ড, সান ফ্রান্সিসকো, র‍্যালি, সান ডিয়াগো, স্যাক্রামেন্টো, সিয়াটল ও পোর্টল্যান্ডসহ আরও কয়েকটি শহরে ছবিটি মুক্তি পাবে।”

জয়া আহসান নিজেও এই সাফল্যে ভীষণ আনন্দিত। ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়েছেন, এমন সাড়া পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন।

এদিকে দেশে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে জয়ার অভিনীত দুটি ছবি—রায়হান রাফীর ‘তাণ্ডব’ এবং তানিম নূরের ‘উৎসব’। এর আগে ১৬ মে মুক্তি পেয়েছিল পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’। তিনটি সিনেমাই দর্শকের আগ্রহ টেনে এনেছে।

‘ডিয়ার মা’ নিয়ে জয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন—
“এটা আসলে সম্পর্কের গল্প। মা, সন্তান আর পরিবারকে কেন্দ্র করেই কাহিনি এগিয়েছে। ছবিতে আমি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছি—এ ধরনের চরিত্রে এই প্রথমবার।”

জয়ার ভক্তদের জন্য এ যেন একসাথে কয়েকটি আনন্দের খবর—দেশে পরপর সিনেমা মুক্তি, আর আন্তর্জাতিক অঙ্গনে ‘ডিয়ার মা’-এর সফল প্রদর্শনী।