Home অন্যান্য জন্মদাগের রহস্যে মিলল হারানো কন্যা, পুত্রের বিয়েতে আবেগঘন মুহূর্ত

জন্মদাগের রহস্যে মিলল হারানো কন্যা, পুত্রের বিয়েতে আবেগঘন মুহূর্ত

বিজনেসটুডে২৪ ডেস্ক: পুত্রের বিয়েতে কনেকে প্রথমবার দেখেই কেঁদে ফেললেন বরের মা। কারণ, কনের শরীরে থাকা জন্মদাগটি দেখতে একেবারে মিলছিল তাঁর নিখোঁজ কন্যার সঙ্গে। অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি – কন্যা হারানোর দীর্ঘ বছর পর পুত্রের বিয়েতে মিলল সেই হারানো সন্তান।

২০২১ সালে চীনের সুজোয়ের এই ঘটনা ঘটেছিল, এবং সম্প্রতি সেই বিয়ের ছবিগুলো সমাজমাধ্যমে প্রকাশিত হলে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে।

সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানায়, বরের মা যখন কনের শরীরে জন্মদাগটি দেখেন, তখন প্রথমে সন্দেহ হয়। তাঁরা কনেকে আলাদা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, তিনি ছোটবেলায় হারিয়ে যাওয়া সন্তান কি না, এবং তাঁকে বর্তমান পরিবারে দত্তক নেওয়া হয়েছিল কি না। কনে স্বীকার করেন যে, তিনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন এবং নতুন পরিবারে বড় হয়েছেন।

মায়ের চোখে তখন এক মুহূর্তে আনন্দ এবং আবেগের জল চোখে চলে আসে। কন্যাকে চুম্বন করে জড়িয়ে ধরে তিনি কান্না কাটেন। কনে নিজেও দীর্ঘদিন ধরে হারানো জন্মদাত্রীকে খুঁজছিলেন। দুই জন একে অপরকে জড়িয়ে ধরে আবেগঘন মুহূর্তে বুঁদ হয়ে যান।

অনুষ্ঠানে আগত অতিথিরা প্রথমে বিস্মিত হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, এমন কি পুত্র ও কন্যার মধ্যে বিয়ে সম্ভব? তবে পাত্রের মা দ্রুত সকলকে আশ্বাস দেন যে কোনো বাধা নেই। কারণ, কন্যা হারানোর পরই পুত্রকে দত্তক নেওয়া হয়েছিল, তাই রক্তের কোনো সম্পর্ক নেই।

এই হৃদয়স্পর্শী মিলনের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে এবং নেটাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “ঠিক যেন সিনেমার গল্প! পৃথিবীতে কত কাকতালীয় ঘটনা ঘটে!”

এই ঘটনা শুধু একটি বিয়ের গল্প নয়, বরং হারানো সন্তান খুঁজে পাওয়ার আবেগঘন মুহূর্তের জীবন্ত উদাহরণ।