বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও কলামিস্ট ৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে কলাগাছিয়া নৌ পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেঘনা নদীতে লাশ পাওয়া গেছে। আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। পরিবারের কাছে লাশ শনাক্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং অফিসেও পৌঁছাননি। তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতাল এবং বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। অবশেষে তার ছেলে ঋত সরকার ওই রাতেই রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, “আমার বাবা সকাল ১০টায় অফিসে যাওয়ার কথা বলেছিল। রাত ৯টা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। আমরা তার অফিসে খোঁজ নিয়েছি এবং পত্রিকার অ্যাক্টিং সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি জানিয়েছিলেন, আমার বাবা অফিসেও উপস্থিত হননি। সমস্ত সম্ভাব্য স্থানে খোঁজ নেওয়ার পরও আমরা তাকে খুঁজে পাইনি। তাই জিডি দিচ্ছি।”
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ জানান, শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ৭০-এর বেশি বয়সী এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। নৌ পুলিশ দ্রুত উদ্ধার করে এবং রমনা থানার নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিলিয়ে শনাক্ত করে।
বিভুরঞ্জন সরকারের জন্ম ১৯৫৪ সালে। ষাটের দশকের শেষ দিকে স্কুল ছাত্র থাকাকালেই দৈনিক আজাদ-এর মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় তাঁর হাতেখড়ি। লেখাপড়া শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আশির দশকে এরশাদবিরােধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিনে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তাঁর রাজনৈতিক নিবন্ধ যথেষ্ট পাঠকপ্রিয় হয়েছিল।
বিভুরঞ্জন সরকার বিশেষভাবে কলামিস্ট হিসেবে পরিচিত। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।