Home বিনোদন গোবিন্দ–সুনীতা বিবাহবিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন ঘনিষ্ঠরা

গোবিন্দ–সুনীতা বিবাহবিচ্ছেদের গুজব উড়িয়ে দিলেন ঘনিষ্ঠরা

গোবিন্দ–সুনীতা
বিনোদন ডেস্ক: বলিউড তারকা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতাকে ঘিরে গত ২৪ ঘণ্টায় ছড়িয়ে পড়া বিবাহবিচ্ছেদের গুঞ্জন এবার অন্য মোড় নিল। সমাজমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হলেও গোবিন্দের ঘনিষ্ঠ মহল এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে গার্হস্থ্য হিংসা থেকে শুরু করে ব্যভিচারের মতো গুরুতর বিষয়ও উঠে এসেছে। তবে গোবিন্দর ঘনিষ্ঠ সহকারী শশী এসব অভিযোগকে পুরোটাই মিথ্যা আখ্যা দিয়েছেন।

শশীর ভাষায়, “প্রত্যেক দম্পতির জীবনেই কিছু ভুল বোঝাবুঝি থাকে। কিন্তু যেভাবে পুরনো ঘটনাগুলোকে নতুন করে সামনে এনে উপস্থাপন করা হচ্ছে, তা আসলে মুখরোচক করার কৌশল মাত্র। আমি বহু বছর ধরে গোবিন্দর সঙ্গে কাজ করছি। উনি এমন একজন মানুষ যিনি কারও উপর উঁচু গলায় কথাই বলেন না। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মতো অভিযোগ আনা হাস্যকর।”

তিনি আরও জানান, গোবিন্দ ও সুনীতা বর্তমানে একসঙ্গে কাজ করছেন। অতএব তাঁদের সম্পর্ক ভেঙে যাচ্ছে—এই ধরনের জল্পনা একেবারেই অমূলক।

বিতর্কের মধ্যে মুখ খুলেছেন অভিনেতার আইনজীবীও। তিনি বলেন, “সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এগুলো অনেক পুরনো ঘটনা, যেগুলো এখন আবার সামনে আনা হচ্ছে। সামনেই গণেশ চতুর্থী। সেখানে আপনারা তাঁদের একসঙ্গে দেখতে পাবেন।”

তবে আইনজীবী স্বীকার করেছেন, গোবিন্দ–সুনীতা দম্পতির সম্পর্ক কিছুটা টলমল অবস্থায় ছিল। যদিও আপাতত বিচ্ছেদের কোনও প্রশ্ন নেই। ফলে অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও দাম্পত্য জীবনের ভাঙাচোরা অধ্যায় একেবারেই গুজব নয়, তা স্পষ্ট করে দিলেন তিনিও।

আপনি চাইলে আমি এ নিয়ে একটি বিনোদন সংবাদ প্রতিবেদন আকারে সাজিয়ে দিতে পারি। চাইবেন কি?