বিনোদন ডেস্ক: বলিউডের অন্দরে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক ভাঙনের পথে। ডিভোর্সের গুঞ্জন এতটাই তীব্র হয়েছিল যে অনেকে ধরে নিয়েছিলেন, হয়তো খুব শিগগিরই আইনি বিচ্ছেদ হতে চলেছে এই তারকা দম্পতির।
তবে সেই সব জল্পনাকে কিছুটা স্তব্ধ করল গণেশ চতুর্থীর দিনকার দৃশ্য। বৃহস্পতিবার পরিবারের সঙ্গে দেবীর আগমনে উচ্ছ্বসিত দেখা গেল গোবিন্দা ও সুনীতাকে। বেগুনি রঙের শাড়িতে সেজেছিলেন সুনীতা, আর লাল কুর্তা-পাজামায় উজ্জ্বল দেখাচ্ছিল গোবিন্দাকে। তাঁদের ছেলে যশবর্ধনও হাজির ছিলেন উৎসবের আনন্দে। সাংবাদিক ও আলোকচিত্রীদের হাতে মিষ্টি বিলি করার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
এদিকে, গুঞ্জন থামাতে মুখ খুলেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা। তিনি জানান, “প্রায় ছয়-সাত মাস আগে সত্যিই সুনীতা ম্যাডাম বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্স পিটিশন দাখিল করেছিলেন, ২০২৪ সালের ৫ ডিসেম্বর। সেখানে অভিযোগ ছিল নিষ্ঠুরতা, অবহেলা ও বিশ্বাসঘাতকতার। তবে সেই মামলা আদালতে এগোয়নি, পরিবার ভেতরে ভেতরে সমাধানের চেষ্টা করছে।”
আইনজীবী মহলের দাবি, আপাতত বিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই। উৎসবের সময়ও গোবিন্দা–সুনীতার ‘ইউনাইটেড ফ্রন্ট’ দেখানো সেই ইঙ্গিতই বহন করছে। যদিও সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন নতুন করে জোর পাচ্ছে, গোবিন্দার টিম জানাচ্ছে “এখনই বিচ্ছেদের কোনও প্রশ্ন নেই।”
এই বিতর্কের মাঝেই বলিউডের বর্ষীয়ান প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালনি বলেন, “আমি কখনওই দেখিনি ওদের সম্পর্কে ফাটল। ওরা বরাবর বন্ধুর মতো থেকেছে, একসঙ্গে কাজ করেছে।” সুনীতার সাম্প্রতিক মন্তব্য “চারপাশের মানুষ বেড়ে উঠতে দেয় না” এর পক্ষেও সওয়াল করেছেন তিনি।
সব মিলিয়ে বলিউডের এই আলোচিত দম্পতিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। বিচ্ছেদ না মিলন—শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন গোবিন্দা ও সুনীতা, তা জানার অপেক্ষায় ভক্তরা। তবে আপাতত তাঁদের উৎসবের ছবিই বলছে, পরিবারকে ধরে রাখাই সবচেয়ে বড় অগ্রাধিকার।










