মো. মাসুদ রানা, রামগড়: খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগান টিলা এলাকায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর বেরিয়ে আসে যে সম্পদের লোভে নিজের দাদী ও ফুফুকে হত্যা করেছে নাতি সাইফুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আরেফিন।
তিনি বলেন, ঘটনার দিন সাইফুল দাদীর বাড়িতে গিয়ে টাকা চাইলে তাকে ভর্ৎসনা করা হয়। এরপর ক্ষুব্ধ হয়ে রাতেই পরিকল্পনা বাস্তবায়ন করে সে। গভীর রাতে দাদী ও ফুফু নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়লে ঘরে থাকা বাঁশ কাটার দা নিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তারকে এবং পরে দাদী আমেনা খাতুনকে গলা কেটে হত্যা করে সাইফুল।
এ ঘটনায় রামগড় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উত্তর কুহুমা দারোগাছড়া খালের মাথা ছাগলনাইয়া এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। সে স্থানীয় শাহাবুদ্দিনের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।
উল্লেখ্য, গত বুধবার রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগান টিলা এলাকায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ বিষয়ে আপনার মতামত কী? পারিবারিক সম্পদ নিয়ে দ্বন্দ্ব কি এভাবে ভয়াবহ অপরাধে রূপ নিতে পারে? নিচে মন্তব্য করুন এবং প্রতিবেদনটি শেয়ার করে আলোচনায় যোগ দিন।