বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীতে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক মঞ্চ ‘বৃহত্তর সুন্নী জোট’। সুন্নি মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় শনিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে।
জোটে অন্তর্ভুক্ত দলগুলো হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আয়োজনে উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন তরিকতের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, “বিগত এক বছরেও দেশে দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। বরং সরকার-সংশ্লিষ্ট অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। যা চব্বিশের আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং জনগণের প্রত্যাশার পরিপন্থী।”
পরে জোটের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ। ঘোষণাপত্রে বলা হয়, ইসলামের সুন্নি মতাদর্শভিত্তিক আদর্শ সমাজ বিনির্মাণ এবং জাতীয় রাজনীতিতে নৈতিকতা ফিরিয়ে আনার লক্ষ্যেই এ জোটের যাত্রা শুরু হলো।
এসময় বক্তব্য দেন পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, আল্লামা এম এ মতিন, পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী প্রমুখ। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় রোধে বিকল্প শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
জোট নেতারা জানান, আগামী দিনগুলোতে তারা সারাদেশে গণসংযোগ কর্মসূচি, ধর্মীয় ও সামাজিক সচেতনতামূলক সভা-সমাবেশ আয়োজন করবেন। পাশাপাশি জনগণের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা রাখবে জোট।
তাদের দাবি, রাজনীতিতে দ্বন্দ্ব-সংঘাত নয়, বরং জনগণের কল্যাণ ও ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠাই হবে এই নতুন রাজনৈতিক জোটের প্রধান লক্ষ্য।