Home রাজনীতি বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটায় রামগড়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটায় রামগড়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ মাসুদ রানা, রামগড়: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রামগড়ে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে কেক কাটা ও আলোচনা সভায় অংশ নেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমীন মেম্বার, সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশা, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ, সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী সুজা, সহ-সভাপতি মো. মহিউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস, যুগ্ম সম্পাদক আইনজীবী করিম উল্ল্যাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় রামগড় বিএনপি পরিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।”

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে রামগড়ের বিএনপি নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।