মোঃ মাসুদ রানা, রামগড়: এখানকার পাতাছড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেছে ৮টি দোকান। শুধু দোকান নয়, সাথে ভস্মীভূত হয়েছে কয়েক পরিবারের জীবিকা ও স্বপ্ন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ২০ লাখ টাকার মালামাল ও সম্পদ ছাই হয়ে গেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আবুল মিয়ার কুলিং কর্ণারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানিরা কোনো মালামাল সরাতে না পারায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হন।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন তার দাপট দেখিয়ে শেষ করেছে সবকিছু। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানগুলোই ছিল তাদের সংসারের একমাত্র ভরসা। হঠাৎ আগুনে সেই ভরসা চলে যাওয়ায় তারা এখন পথে বসার শঙ্কায় ভুগছেন। স্থানীয়দের অভিযোগ, বাজার এলাকায় কোনো কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন ভয়াবহ ক্ষতি হয়তো এড়ানো যেত।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তরা সরকারের জরুরি সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।