বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ওয়াহিদ মোল্লা ও উজির আলী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি হয়।
গুলিবিদ্ধরা হলেন—শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে গুরুতর আহত সোহেল ও লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, মোট আটজন গুলিবিদ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুইজনের মাথায় গুরুতর আঘাত থাকায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, “ঘটনার বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি