ঢাকা: এফবিসিসিআইয়েরসাধারণ পরিষদ সদস্যদের উদ্দেশ্যে শনিবার এক বার্তায় সংগঠনের সাবেক পরিচালক ও গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদের প্যানেল লীডার ড. মোঃ পারভেজ সাজ্জাদ আকতার আসন্ন নির্বাচনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, মাননীয় বাণিজ্য উপদেষ্টা ও সচিব মহোদয়ের উদ্যোগে এফবিসিসিআই নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হলেও অনিবার্য কারণে তা অনুষ্ঠিত হয়নি। ইতিমধ্যে সভাপতি পদে মোট পাঁচজন প্রার্থী থাকলেও তিনি সর্বপ্রথম তার প্রার্থীতা ঘোষণা করেছেন এবং প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ড. পারভেজ সাজ্জাদ আকতার বলেন,
“আমাদের সকল ব্যবসায়ীর উচিত সম্মিলিতভাবে নির্বাচনের জন্য এগিয়ে আসা। শুধুমাত্র কয়েকজনের স্বার্থে ব্যবসায়ী সমাজ নেতৃত্বহীন অবস্থায় রয়েছে। বর্তমান প্রশাসক ১০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন, এরপর সচিব পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব নিতে পারেন। তাই সময় নষ্ট না করে আমাদের এখনই নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ব্যবসায়ী সমাজের ভোটাধিকার রক্ষার্থে দ্রুত নির্বাচন আয়োজন অপরিহার্য। নির্বাচিত হলে তিনি ব্যবসায়ীদের সঙ্গে একত্রে তিন মাসের মধ্যেই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।
ড. পারভেজ সাজ্জাদ আকতার প্রতিশ্রুতি দিয়ে বলেন,
“ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি এফবিসিসিআইকে একটি শক্তিশালী, কার্যকর এবং ব্যবসায়ীবান্ধব প্ল্যাটফর্মে রূপান্তর করবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
-সংবাদ বিজ্ঞপ্তি










