Home জাতীয় ভোট কারচুপির অভিযোগে মিছিল, ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি

ভোট কারচুপির অভিযোগে মিছিল, ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ভোট কারচুপির অভিযোগ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করে নানা ধরনের স্লোগান দেন।

ঘটনার বিবরণে জানা গেছে, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিছু সহকর্মীর সঙ্গে রাত ৮টার দিকে ওই কেন্দ্রে পৌঁছান। এর পর হঠাৎ কেন্দ্রে স্থাপিত এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভোট চোর’ স্লোগান দিতে থাকেন এবং হৈচৈ শুরু করেন।

একই সময় কেন্দ্রে অবস্থানরত ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা অভিযোগ করেছেন যে, ছাত্রদল এখানে ‘মব’ সৃষ্টি করে গোলমাল বাঁধানোর চেষ্টা করেছে। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ছাত্রদলের কিছু নেতাকর্মী কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলেও পরে এলইডি স্ক্রিন চালু হওয়ার পর তারা পরিস্থিতি শান্ত রেখে পাশের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব কেন্দ্রে চলে যান।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রে ঘটনাটি হঠাৎ সংঘটিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা এসে ‘ভোট চোর’ স্লোগান দিতে থাকেন এবং কিছুক্ষণ বাকবিতণ্ডার পর কেন্দ্রে অবস্থানরত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তর্কের পর তারা সেখান থেকে চলে যান।

সেদিন বিকাল থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ফলাফল প্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোও অবস্থান নিতে শুরু করে। দোয়েল চত্বর, শাহবাগ, নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকে।

এই অবস্থায় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। মিছিলের সময় তারা ভোট কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রের সামনে থেকে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম রাত ৮টার দিকে জানান, নির্বাচনের ফলাফল ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বর্তমানে ক্যাম্পাসে ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উপস্থিতি ও ভোট কারচুপির অভিযোগ পরিস্থিতিকে অস্থির রাখছে।