Home Third Lead ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বিজয়ের পথে, কৃতজ্ঞতা প্রকাশ করলেন নুরুল ইসলাম...

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বিজয়ের পথে, কৃতজ্ঞতা প্রকাশ করলেন নুরুল ইসলাম সাদ্দাম

নুরুল ইসলাম সাদ্দাম
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ইতিহাস গড়ে বিজয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই ভিপিসহ শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছে তারা। রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিবিরের জয়ধ্বনি ছড়িয়ে পড়েছে।

এই প্রেক্ষাপটে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্যক্তিগত ফেসবুক পেজে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

তার লেখায় উঠে আসে গভীর আবেগ ও কৃতজ্ঞতা—
“মহান রবের কাছে লাখো কোটি শুকরিয়া। যিনি আমাদের এমন বিজয় দান করেছেন। জুলাইয়ের সব শহীদ এবং ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহকালে হিটস্ট্রোকে নিহত তরিকুল ইসলামের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও উত্তম প্রতিদান কামনা করছি।”

সাদ্দাম আরও উল্লেখ করেন, যে ক্যাম্পাসে তাদের লাঞ্ছিত করার চেষ্টা হয়েছিল, সেই ক্যাম্পাসেই এবার সম্মানিত করেছেন মহান রব। তার ভাষায়, “শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছে; আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত ও আস্থা রক্ষা করব, ইনশাআল্লাহ।”

তিনি ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দেশে-বিদেশে দোয়া ও সমর্থনকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।