ক্যালিফোর্নিয়া: অ্যাপল উন্মোচন করল তাদের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন— ‘আইফোন এয়ার’। মাত্র ৫.৬ মিমি পুরু এই নতুন মডেলকে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক আখ্যা দিয়েছেন “প্রো পারফরম্যান্স ইন আ থিন অ্যান্ড লাইট ডিজাইন” হিসেবে।
নতুন iPhone Air-এ থাকছে ৬.৫ ইঞ্চির প্রোমোশন ডিসপ্লে, সর্বোচ্চ ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিটস পিক ব্রাইটনেস। ডিভাইসটির চারপাশে টাইটানিয়াম ফ্রেম ঘিরে রয়েছে সেরামিক শিল্ড।
অ্যাপলের দাবি, পাতলা ও হালকা হলেও এ ডিভাইস বিদ্যুৎ সাশ্রয়ে অতুলনীয়। iOS 26-এর অ্যাডাপটিভ পাওয়ার ফিচার এবং উন্নত N1 ওয়্যারলেস চিপ ব্যাটারির খরচ প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম।
ক্যামেরা সেকশনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সেলফির জন্য ১৮ মেগাপিক্সেল ক্যামেরায় যুক্ত হয়েছে সেন্টার স্টেজ ফিচার, যা স্বয়ংক্রিয়ভাবে ফ্রেমে সবাইকে মেলাতে সাহায্য করে।
আইফোন এয়ার কেবলমাত্র ই-সিম সমর্থন করে, যাতে ব্যাটারি স্পেস আরও বাড়ানো যায়। অ্যাপলের দাবি, এটি এক চার্জে সারাদিনের ব্যাটারি লাইফ দেবে। সঙ্গে আসছে নতুন ম্যাগসেফ এক্সেসরিজ ও কাস্টম ডিজাইন কেস।
পারফরম্যান্সে শক্তি যোগাবে অ্যাপলের নতুন A19 Pro চিপসেট। প্ল্যাটফর্ম আর্কিটেকচারের ভাইস প্রেসিডেন্ট টিম মিলেট জানিয়েছেন, ছয়-কোর সিপিইউ-যুক্ত এ প্রসেসর বর্তমানে বিশ্বের দ্রুততম স্মার্টফোন চিপ।
কালো, সাদা, সোনালি ও আকাশি নীল— এই চার রঙে বাজারে আসছে আইফোন এয়ার। দাম ধরা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।
নতুন আইফোন এয়ারের উন্মোচন হলো আসন্ন iOS 26 প্রকাশের আগমুহূর্তে।










