বিনোদন ডেস্ক: শানুর সঙ্গে নাম জড়ানোয় বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন কুনিকা সদানন্দ। সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরনো ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ভিডিওটিতে দেখা যায়, বলিউড সুপারস্টার সলমন খান মঞ্চে নাচছেন, শার্ট খুলে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় এক যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে নৃত্যে মেতেছেন। কালো রঙের ছোট পোশাক পরা সেই যুবতীকে কখনও কোলে তুলছেন সলমন, কখনও তাল মিলিয়ে নাচছেন।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ দাবি করেন, ওই নারী আসলে কুনিকা সদানন্দ। অনেকের মতে, একসময় সলমনের সঙ্গেও নাকি কুনিকার ঘনিষ্ঠতা ছিল। তাই ‘বিগ বস্ ১৯’-এ কুনিকাকে সমর্থন করছেন সলমন—এই গুঞ্জনও ছড়াতে শুরু করে।
তবে পরে জানা যায়, ভিডিওর নারী কুনিকা নন। তাঁর সঙ্গে কুনিকার চেহারার মিল থাকলেও তিনি আসলে বলিউডের কোরিওগ্রাফার পনি বর্মা। অভিনেতা প্রকাশ রাজের স্ত্রী তিনি। বিভ্রান্তি কাটাতে এক নেটিজেন মন্তব্য করেন, “এই মহিলা কুনিকা নন, আসলে পনি বর্মা।” যদিও এই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সলমন বা পনি বর্মা কেউই।
এদিকে, সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্ ১৯’। প্রতি মৌসুমের মতো এ বছরও নানা নাটকীয়তায় জমে উঠেছে শো। সাপ্তাহিক পর্বে সলমন কখনও প্রতিযোগীদের বকুনি দিচ্ছেন, আবার কখনও মনোবলও বাড়াচ্ছেন। বেশ কয়েকটি ঘটনায় কুনিকার পাশে দাঁড়াতে দেখা গেছে তাঁকে। এমনকি কুনিকার ছেলে অয়ান লালও হাজির হয়েছিলেন মঞ্চে।