Home Third Lead রামগড়ে মারমা ঐক্য পরিষদের সপ্তম কাউন্সিল

রামগড়ে মারমা ঐক্য পরিষদের সপ্তম কাউন্সিল

মো. মাসুদ রানা, রামগড়: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা শাখার সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রামগড় লেকের বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে এ কাউন্সিলের আয়োজন করা হয়। রামগড় উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। তিনি বলেন, “মারমা সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে আছে। তাই অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার থাকতে হবে।” এসময় তিনি সংগঠনকে সবসময় পিছিয়ে না থেকে এগিয়ে যাওয়ার পথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কাউন্সিলে আরও বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপু মারমা, সাথোয়াই প্রু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মংসাপ্রু কার্বারী, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সাজাইমং মারমা, সাধারণ সম্পাদক উথইমং মারমা, সাংগঠনিক সম্পাদক আসিমং মারমা, মহিলা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি নুমাইচিং মারমা, কাউখালি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি থুইশেলা মারমা, সাধারণ সম্পাদক উসাচিং মারমা এবং চট্টগ্রাম মহানগর মহিলা ঐক্য পরিষদের সভাপতি উক্রাচিং মারমা।

অনুষ্ঠানে রামগড় মারমা যুব ঐক্য পরিষদ ফুল দিয়ে বরণ করে রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে।

শেষে কাউন্সিলে ৩১ সদস্য বিশিষ্ট নতুন পৌর কমিটি ঘোষণা করা হয়। এতে চাইলাপ্রু মারমা সভাপতি, অংশেপ্রু মারমা সাধারণ সম্পাদক ও চাইথোয়াই মারমা সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।