বিজনেসটুডে২৪ ডেস্ক: মধ্যপ্রদেশের গ্বালিয়রে এক চাঞ্চল্যকর অভিযোগ দায়ের হয়েছে, যেখানে এক মহিলার দাবি, তাঁর অসুস্থ স্বামীর হাসপাতালে চিকিৎসার সময়কে সুযোগ হিসেবে নিয়ে দুই দেওর তাঁকে দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন। ঘটনা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার স্বামী অসুস্থতার কারণে কয়েক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই সময় দুই দেওর তাঁর স্ত্রীকে হুমকি দিয়ে যৌন নির্যাতন চালাতেন। অভিযোগকারিণী জানান, প্রতিবাদ করলে তাঁরা বলতেন, এটি স্বামীর সুস্থতার জন্য ‘টোটকা’। এছাড়াও হুমকি দেওয়া হতো, ছেলের ক্ষতি করবে।
মহিলার দাবি, তিনি স্বামীর সুস্থতার জন্য এই সব সহ্য করেছেন। হাসপাতাল থেকে স্বামী বাড়ি ফেরার পরই তিনি বিষয়টি জানালে স্বামী তাঁকে মারধর করেন এবং দুই দেওরের কারণে তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। পরবর্তীতে মহিলা নিজের বাবার বাড়িতে চলে যান।
পরিবারের কিছু আত্মীয়-স্বজন মীমাংসার চেষ্টা করলেও, কেউই দুই দেওরের দোষ স্বীকার করেনি। তাই মহিলার পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ মামলা রুজু করেছে। তবে অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত দুই দেওর গা-ঢাকা দিয়েছেন। তাদের গ্রেফতারির চেষ্টা চলছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের সামাজিক ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের জন্য এক সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবারিক চাপ ও সামাজিক দমনের কারণে অনেক সময় এমন অপরাধ হয় প্রকাশ্যে না আসতে। এই মামলাটি দৃষ্টান্ত হয়ে ওঠার সম্ভাবনা আছে, যাতে ভুক্তভোগী মহিলাদের জন্য সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করা যায়।










