বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কৈশোরে মা হন। মাত্র ১৬ বছর বয়সে তিনি মা হন তাঁর একমাত্র ছেলে ঝিনুক চট্টোপাধ্যায়কে জন্ম দিয়ে। বললে অভিভূত হওয়া কম হবে—মা এবং ছেলে প্রায় একসাথে বড় হয়েছেন। ঝিনুকের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক বন্ধুর মতো; এমনকি ঝিনুকের বন্ধুরা তাঁকে আন্টির বদলে ‘দিদি’ বলে সম্বোধন করে।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন, তখন তিনি মাত্র দশম শ্রেণিতে পড়তেন। ‘চ্যাম্পিয়ন’ ছবিটি মুক্তি পেয়েছিল এবং পরের বছরই তিনি মা হন। এ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলবে ‘ইঁচড়ে পাকা’, কিন্তু আমি মনে করি, ছোট বয়সে মা হওয়ারও অনেক সুবিধা আছে। যেমন ঝিনুকের জন্মের পাঁচ বছর পর আমি আবার কাজে ফিরি, তখন আমার বয়স মাত্র ২১। তবে, ১৬ বছর বয়সে মা হওয়া সত্যিই কম বয়স।”
শ্রাবন্তী আরও বলেন, তিনি চিত্রনাট্য পড়ার আগে ছেলের সঙ্গে আলোচনা করেন। “দেবী চৌধুরাণী ছবির চিত্রনাট্য আমার হাতে পড়েছিল, প্রথমেই ঝিনুককে শুনিয়েছিলাম। সে অবাক হয়েছিল। আমরা মা-ছেলের চেয়ে বন্ধু বেশি। মাত্র ১৬ বছরের ব্যবধান! তাই ঝিনুকের বন্ধুদের সঙ্গেও মিশতে সমস্যা হয় না; তারা আমাকে আন্টি না বলে দিদি বলে।”
সাক্ষাৎকারে তিনি সামাজিক মাধ্যম এবং জেন-জিদের প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “ছেলে এবং তার বন্ধুদের সঙ্গে আমি মিশি। তাই লিঙ্গ-সাম্য, ভাষার ব্যবহার—সবকিছু সহজে বুঝতে পারি। আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এত বাড়বাড়ন্ত ছিল না। এখন কত পোর্টাল তৈরি হয়েছে, যা পারে তাই লিখে দেয়। নতুনদের বলতে চাই, প্রথম কাজ ভালো না হলেও পরের কাজকে ভালো করতে মনোযোগ দিন। অন্য কোনো বিষয় নিয়ে মন খারাপ করা উচিত নয়।”
শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি ১৯৮৭ সালের ১১ মে জন্মগ্রহণ করেছেন, টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর ক্যারিয়ার শুরু হয় খুব কম বয়সে—ছোটবেলাতেই তিনি মডেলিং এবং টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। দীর্ঘদিন ধরে তিনি বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন, যেমন ‘রাজা ৪২০’, ‘জহুরুল হোসেন’, ‘আনন্দলোক’ এবং ‘গল্পের গল্প’। শ্রাবন্তী শুধুমাত্র অভিনয়ে নয়, বরং সামাজিক কাজেও সক্রিয়; তিনি প্রায়শই শিশুদের শিক্ষাব্যবস্থা এবং নারীর ক্ষমতায়ন সংক্রান্ত কার্যক্রমে অংশ নেন।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় আজও টলিউডে এক সমৃদ্ধ, প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যিনি কেবল তার অভিনয়ের জন্য নয়, বরং মায়ের এবং বন্ধু হিসেবে উভয় ভূমিকায় সমানভাবে জনপ্রিয়।










