বিনোদন ডেস্ক: চলতি বছরের ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সইয়ারা’ বক্স অফিসে একেবারে ঝড় তুলেছিল। নবীন জুটি অহান পাণ্ডে ও অনীত পড্ডার রসায়ন দর্শকের হৃদয় জিতে নেয়। শুধু দর্শক মনেই নয়, ব্যবসায়িক দিক থেকেও ছবিটি ইতিহাস গড়ে প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে। ওটিটি-তে মুক্তির পরেও ছবিটি একই সাফল্যের ধারা ধরে রেখেছে।
কিন্তু এবার গুঞ্জন উঠেছে, শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও একে অন্যকে মন দিয়েছেন অহান ও অনীত।
শুটিং সেট থেকে শুরু সম্পর্কের গল্প
যশরাজ ফিল্মস প্রযোজিত ছবিটির শুটিং চলাকালীনই নাকি ধীরে ধীরে কাছাকাছি আসতে থাকেন দুই নবীন তারকা। কাজের ফাঁকে আড্ডা, শুটিং শেষে যত্ন, একে অপরকে সময় দেওয়া—এসবের মধ্য দিয়েই নাকি বন্ধুত্বের সূত্র প্রেমে গড়ায়। বিনোদন দুনিয়ার অন্দরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “অনীত ও অহান এখন সম্পর্কে রয়েছেন।”
কেন মুখ খুলছেন না তারা?
যদিও প্রকাশ্যে এখনও মুখ খোলেননি অহান বা অনীত কেউই। কারণ হিসেবে সামনে এসেছে প্রযোজক আদিত্য চোপড়ার কৌশল। তার মতে, কর্মজীবনের একেবারে শুরুতেই যদি তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে, তবে তা হয়তো ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। দর্শক এখন তাঁদের নতুন তারকা হিসেবে দেখতে চাইছে, আর তারকা-ইমেজ ধরে রাখতেই আপাতত ‘সিঙ্গল’ তকমা বজায় রাখতে বলা হয়েছে।
খ্যাতি ও ভবিষ্যতের পরিকল্পনা
অহান ও অনীত দু’জনেই বর্তমানে যশরাজ ফিল্মসের সঙ্গে তিন ছবির চুক্তিতে সই করেছেন। অর্থাৎ, আগামী কয়েক বছর পরপরই তাঁদের বড় বাজেটের ছবিতে দেখা যাবে। তাই প্রযোজনা সংস্থার কৌশল স্পষ্ট—প্রথমে ক্যারিয়ার ও তারকাখ্যাতি মজবুত করা, তারপর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবনা।
আলোচনায় নবীন তারকারা
‘সইয়ারা’ মুক্তির পর অহান ও অনীতকে ইতিমধ্যেই নবীন প্রজন্মের ‘তারকা জুটি’ তকমা দেওয়া হয়েছে। তাদের পর্দার প্রেমকাহিনি কি সত্যিই বাস্তবে পরিণত হচ্ছে, নাকি সবই প্রযোজকের কৌশলগত প্রচারণা—সে প্রশ্নই এখন ঘুরছে দর্শক ও অনুরাগীদের মনে।