বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: রংপুর সিটি করপোরেশনে ৫ কোটি টাকার অটোলাইসেন্স বাণিজ্যকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রশাসন থেকে শুরু করে সুবিধাবাদী ব্যক্তি ও সুযোগসন্ধানীরা এই বাণিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হচ্ছে।
ঘটনার জের ধরে গতকাল সাংবাদিক লিয়াকত আলী বাদলকে সিটি করপোরেশনে মারপিট করা হয়। ঘটনার নেপথ্যে দায়ী হিসেবে সাংবাদিকরা রংপুর সিটি করপোরেশনের সদ্য বদলি হওয়া প্রশাসক, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাকে উল্লেখ করেছেন।
নির্যাতনের শিকার সাংবাদিক বাদল জানিয়েছেন, তিনি জুলাইযোদ্ধা ও জুলাই রাজবন্দিদের নামে সিটি করপোরেশন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার যোগসাজশে চলছিল ৫ কোটি টাকার বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করায় এ হামলার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, কিছু যুবক তাকে মারপিটের পর প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষমা চাইতে নেওয়ার চেষ্টা করেছিল। খবরটি প্রকাশিত হলে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং দোষীদের শাস্তির দাবি করে বিক্ষোভ শুরু করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার তথ্য তাদের কাছে এসেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।
নগরীর সচেতন মহল এবং একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, গত বছরের সরকারের পরিবর্তনের পর সুবিধাবাদী ব্যক্তিরা প্রশাসনকে কাজে লাগিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে, যা সিটি করপোরেশনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। রংপুরের সিনিয়র আইনজীবীও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন।
সাংবাদিকরা সিটি করপোরেশনে বিক্ষোভ করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছেন, এবং নগরীর সচেতন মহলও সুষ্ঠু তদন্তের ওপর জোর দিচ্ছে।