Home সারাদেশ রামগড়বাসীর অভিনব প্রতিবাদ: ভাঙা সড়কে ধানের চারা রোপণ

রামগড়বাসীর অভিনব প্রতিবাদ: ভাঙা সড়কে ধানের চারা রোপণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় অংশে চলাচলের অযোগ্য পরিস্থিতির প্রতিবাদে এক অভিনব কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে ক্ষুব্ধ জনতা কাঁদামাটি সড়কে ধানের চারা রোপণ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয়দের অভিযোগ, সোনাইপুল থেকে রামগড় বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে আছে। খানাখন্দে ভরা এই সড়ক বৃষ্টির পানি জমে কাদা হয়ে যায়, ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে শুধু পরিবহন শ্রমিক ও যাত্রীরাই ভুক্তভোগী নন, সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে আগত পর্যটকেরাও পড়ছেন চরম দুর্ভোগে।

প্রতিবাদকারীরা জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আশ্বাস মিললেও সংস্কারের উদ্যোগ না থাকায় স্থানীয়রা অবশেষে অভিনব পদ্ধতিতে ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হন।

মানববন্ধনে অংশ নিয়ে রামগড়ের সাবেক কাউন্সিলর মো: মহিউদ্দিন হারুন বলেন,
“এই ভাঙা সড়কের দুই পাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ঘটনায় প্রতিনিয়ত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে থাকে, অভিভাবকেরাও উদ্বিগ্ন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছি। এবার কর্তৃপক্ষ যদি না শোনে, তবে আরও কঠোর আন্দোলনে নামতে হবে।”

রামগড়বাসীর এই অভিনব প্রতিবাদ প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতি তীব্র অসন্তোষের প্রতিফলন। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ জনগণের এই সৃজনশীল প্রতিবাদকে গুরুত্ব দিয়ে কত দ্রুত উদ্যোগ নেয়।