বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে ৮৩ লাখ ৭৬ হাজার ৭৩০ টাকা নগদসহ বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের মুড়ি উদ্ধার করা হয়। এ সময় আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে দুদক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ভারী শিল্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
দুদকের আইনজীবী মোকাররম হোসেন সাংবাদিকদের জানান, “জাহাঙ্গীর আলম দুদকের দায়ের করা একটি মামলার আসামি। তাকে ধরতেই অভিযান চালানো হয়। নগদ অর্থ ছাড়াও সাবেক মন্ত্রীর স্বাক্ষরিত চেকগুলোর আসল কপি উদ্ধার করা হয়েছে।”
সূত্র জানায়, সাইফুজ্জামান চৌধুরীর নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে মোট ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। গত এক সপ্তাহে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে এক কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম দাবি করেছেন, অর্থপাচারের মামলায় গত ১৭ সেপ্টেম্বর গ্রেফতার হওয়া আরামিট পিএলসির দুই এজিএম আবদুল আজিজ ও উৎপল পালের আইনি লড়াইয়ের খরচ বহন করতে এ অর্থ উত্তোলন করা হয়েছিল। তবে দুদক মনে করছে, নতুন করে উত্তোলিত অর্থের সঙ্গেও আত্মসাৎ ও পাচারের যোগসূত্র থাকতে পারে।
এ ঘটনায় দুদক আরও তদন্ত চালাচ্ছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বিদেশে পলাতক থাকায় তার সরাসরি সম্পৃক্ততা নিয়েও অনুসন্ধান চলছে।