Home Second Lead চিটাগাং চেম্বার নির্বাচন: ৩৫ জনের প্রার্থিতা বাতিল, বৈধ প্রার্থী ৩৬ জন

চিটাগাং চেম্বার নির্বাচন: ৩৫ জনের প্রার্থিতা বাতিল, বৈধ প্রার্থী ৩৬ জন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে বড় ধরনের পরিবর্তন এসেছে। মোট ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও এর মধ্যে ৩৫ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। বুধবার প্রার্থিতা যাচাইয়ের পর নির্বাচন বোর্ড বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করে। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে।

নির্বাচন বোর্ড জানিয়েছে, ভ্যাট রিটার্ন জমা না দেওয়া, পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ না থাকা, সিআইবি রিপোর্ট ইতিবাচক না হওয়া ইত্যাদি কারণে প্রার্থিতা বাতিল হয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে টাউন এসোসিয়েশন। এখানে ৩ পরিচালক পদের বিপরীতে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু তাঁদের সবার প্রার্থিতা বাতিল হয়েছে। ফলে এই ক্যাটাগরিতে আপাতত কোনো বৈধ প্রার্থী নেই।

তবে বাতিল প্রার্থীরা চাইলে শনিবার পর্যন্ত নির্বাচন বোর্ডের কাছে আপিল করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৮ অক্টোবর। আগামী ১ নভেম্বর চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বৈধ প্রার্থী তালিকা

অর্ডিনারি গ্রুপ (২৪ জন):
এ.এস.এম. ইসমাইল খান, শহিদুল আলম, মো. গোলাম সারওয়ার, মো. শওকত আলী, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, তাওসিফ আহমেদ, আসাদ ইফতেখার, এমাদ এরশাদ, মো. জসিম উদ্দিন চৌধুরী, ড. এ.টি.এম. রেজাউল করিম, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ আজিজুল হক, মো. ওয়াহিদ মুরাদ চৌধুরী, আহমেদ রশীদ আমু, মো. আরিফ হোসেন, মোহম্মদ মুসা, মোহাম্মদ শফিউল আলম, মো. রাশেদ আলী, রাকিবুল আলম, কাজী ইমরান এফ. রহমান, আহমেদ-উল আলম চৌধুরী (রাসেল)।

এসোসিয়েট গ্রুপ (৯ জন):
মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন আল-আজাদ, মো. শওকত আলী, সরওয়ার আলম খান, এস.এম. নুরুল হক, মোস্তাক আহমেদ চৌধুরী, মো. রফিকুল ইসলাম, এস.এম. কামাল উদ্দিন, মোহাম্মদ আইয়ুব।

ট্রেড গ্রুপ (৩ জন):
মোহাম্মদ আমিরুল হক (রোকনুর কর্পোরেশন), মোহাম্মদ আখতার পারভেজ (পিএইচপি মোটরস লিমিটেড), এস.এম. সাইফুল আলম (চিটাগাং ট্রেড এজেন্সি)।