Home চট্টগ্রাম বিএসএএ: বিনাভোটে বোর্ড গঠনের সমঝোতা চেষ্টা ব্যর্থ, প্রকাশিত হলো চূড়ান্ত প্রার্থী তালিকা

বিএসএএ: বিনাভোটে বোর্ড গঠনের সমঝোতা চেষ্টা ব্যর্থ, প্রকাশিত হলো চূড়ান্ত প্রার্থী তালিকা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) আসন্ন নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। পদ ভাগাভাগি নিয়ে আলোচনার মাধ্যমে বিনা ভোটে বোর্ড গঠনের উদ্যোগ ব্যর্থ হয়ে যাওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা গেছে, প্রভাবশালী পক্ষ চেয়ারম্যান পদটি বাদ দিয়ে আপসের মাধ্যমে দুই সিনিয়র ভাইস চেয়ারম্যান, এক ভাইস চেয়ারম্যান ও দুটি পরিচালক পদ ছেড়ে দিতে রাজি হয়েছিল। কিন্তু সম্মিলিত পরিষদ দৃঢ় অবস্থান নেয় চেয়ারম্যান পদটি ছাড়তে হবে —‘সেই যে বিচার মানি তবে তালগাছ আমার’ স্লোগানে অটল থাকে। এ পরিস্থিতিতে তাদের এক পদপ্রার্থী প্রতিপক্ষের শিবিরে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়।

চূড়ান্ত প্রার্থী তালিকা

চেয়ারম্যান পদপ্রার্থী:
আহসান ইকবাল চৌধুরী, আহসানুল হক চৌধুরী, ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরী

সিনিয়র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী:
মোহাম্মদ আব্দুল মালেক, আজিম রহিম চৌধুরী, জহুর আহমেদ, মোঃ আলী আকবর

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী:
মোহাম্মদ মশিউল আলম, ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, আক্তার কামাল চৌধুরী

পরিচালক (সহযোগী শ্রেণী):
মোহাম্মদ শাহীন, মুয়াম্মার আহমদ, জুনাইদ আহমেদ রাহাত, মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, ফরহাদুল আলম চৌধুরী, মাসুদ আহমেদ, মোঃ মনসুর আলী

পরিচালক (সাধারণ শ্রেণী):
মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোঃ আনোয়ারুল কবির কামরুল, ক্যাপ্টেন মোহাম্মদ আলী, অঞ্জন মজুমদার, এস.এম. এনামুল করিম, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, নূর উন নবী, আহমেদ তাসিন আসাদুল্লাহ, কাজী মনসুর উদ্দিন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোঃ আনোয়ার হোসেন খান (হাসান), এ.টি.এম জহিরুল ইসলাম, আকিব হাসনাত, মোঃ শহীদ উল্লাহ চৌধুরী, শারফারাজ কাদের

প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হওয়ায় নির্বাচনী মাঠ এখন সরগরম। পর্যবেক্ষকদের মতে, চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতাই এবার নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবে। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আহসানুল হক চৌধুরী এর আগেও চেয়ারম্যান ছিলেন। অনেক বছর ধরে তিনি বিএসএএ-র সাথে জড়িত।

নগরীর টাইগারপাসে নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ভোট।  একজন চেয়ারম্যান, ২ জন সিনিয়র ভাইস-চেয়ারম্যান, ২ জন ভাইস-চেয়ারম্যান এবং ১৯ জন পরিচালক নির্বাচিত হবেন সদস্যদের সরাসরি ভোটে। পরিচালকদের মধ্যে সাধারণ ক্যাটাগরি থেকে ১৩ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে ৬ জন নির্বাচিত হবেন।

ইতঃপূর্বে সংগঠনটির পরিচালকদের সবাই সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হতেন এবং পরবর্তীতে পরিচালকদের ভোটে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানবৃন্দ নির্বাচিত হতেন। নতুন বাণিজ্য সংগঠন অধ্যাদেশে সরাসরি ভোটে নির্বাচনের বিধান করা হয়েছে।