বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস’ অ্যাসোসিয়েশনের (বিএসএএ) আসন্ন নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী গোষ্ঠির মধ্যে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের নাম ঐক্য পরিষদ। অন্য প্রধান প্রতিদ্বন্দ্বী গোষ্ঠি সম্মিলিত পরিষদ এখনও তাদের প্যানেল ঘোষণা করতে পারেনি।
ঐক্য পরিষদ পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তাদের পূর্ণাঙ্গ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।

সভাপতি: ক্যাপ্টেন :ক্যাপ্টেন মোঃ সালাহ উদ্দিন চৌধুরী

সিনিয়র সহ-সভাপতি:
আজিম রহিম চৌধুরী ও মো. আলী আকবর
সহ-সভাপতি:
মোহাম্মদ মোশিউল আলম ও ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আল আজাদ
পরিচালকবৃন্দ (সাধারণ ক্যাটাগরি) :
মোহাম্মদ আলী, অঞ্জন মজুমদার, কাজী মনসুর উদ্দিন, শারফারাজ কাদের, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, আনোয়ার হোসাইন খান (হাসান), মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নূর উন নবী, এস.এম. এনামুল করিম, আকিব হাসনাত, মোহাম্মদ শাফিউল আলম, এ.টি.এম জহিরুল ইসলাম, আনোয়ারুল কবির কামরুল।
পরিচালকবৃন্দ (সহযোগী ক্যাটাগরি) :
মুয়াম্মার আহমদ, মো. হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ শাহীন, ফরহাদুল আলম চৌধুরী, মো. মনসুর আলী, মাসুদ আহমেদ।
চট্টগ্রামের শিপিং খাতের অন্যতম প্রভাবশালী সংগঠন হিসেবে বাংলাদেশ শিপিং এজেন্টস’ অ্যাসোসিয়েশনের এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে ইতিমধ্যে।
নগরীর টাইগারপাসে নেভি কনভেনশন সেন্টারে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। একজন চেয়ারম্যান, ২ জন সিনিয়র ভাইস-চেয়ারম্যান, ২ জন ভাইস-চেয়ারম্যান এবং ১৯ জন পরিচালক নির্বাচিত হবেন সদস্যদের সরাসরি ভোটে। পরিচালকদের মধ্যে সাধারণ ক্যাটাগরি থেকে ১৩ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে ৬ জন নির্বাচিত হবেন।
ইতঃপূর্বে সংগঠনটির পরিচালকদের সবাই সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হতেন এবং পরবর্তীতে পরিচালকদের ভোটে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানবৃন্দ নির্বাচিত হতেন। নতুন বাণিজ্য সংগঠন অধ্যাদেশে সরাসরি ভোটে নির্বাচনের বিধান করা হয়েছে।