Home বিনোদন জুবিনের অকাল মৃত্যুর নেপথ্যে কারণ কী?

জুবিনের অকাল মৃত্যুর নেপথ্যে কারণ কী?

জুবিন গর্গ
বিনোদন ডেস্ক: মাত্র ৫২ বছর বয়সে প্রিয় শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যু  শোকের ছায়া ফেলেছে। সম্প্রতি ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। সেখানে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ জলতে ডুবে মৃত্যু ঘটে, যা নিশ্চিত হয়েছে সিঙ্গাপুর হাইকমিশনের পাঠানো মৃত্যু শংসাপত্রে (Death Certificate)।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমকে জানান, শংসাপত্রে গায়কের মৃত্যুর কারণ হিসেবে “Drowning” উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান, “এটি ময়নাতদন্তের রিপোর্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং মৃত্যুর শংসাপত্র দুটো আলাদা। আমরা সমস্ত নথিপত্র সিআইডিকে দেব। মুখ্যসচিব সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন যাতে যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করা যায়।”

রবিবার ভোরে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছায় জুবিনের কফিনবন্দি দেহ, যেখানে অসমের মুখ্যমন্ত্রী তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর দেহটি নিয়ে যাওয়া হয় প্রথমে তার কাহিলিপাড়ার বাসভবনে, এবং পরে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হয়।

প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভক্তদের ভীড় ছিল প্রচুর। ভক্তদের চোখে অশ্রু, মুখে নীরব শ্রদ্ধা—একসময় পুরো কমপ্লেক্স যেন শোকের ছায়ায় মুড়ে গেছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা নাগাদ কামারকুচি গ্রামে জুবিনের শেষকৃত্য সম্পন্ন হবে।

শিল্পী সমাজে জুবিনের অকাল মৃত্যু এক শূন্যতার সৃষ্টি করেছে। নন-স্টপ উদ্দীপনা এবং স্নিগ্ধ কণ্ঠে সুরের জাদু ছড়িয়ে দেওয়া এই জনপ্রিয় গায়ক বহু ভক্তের মনে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবেন।