স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এ সিদ্ধান্ত দেন বলে ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হবে। তবে ফারহানকে জরিমানা করা হয়নি, শুধুমাত্র সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন বলছে, ম্যাচ চলাকালীন ভারতীয় সমর্থকদের উসকানির জবাবে হ্যারিস রউফ হাত দিয়ে ‘৬-০’ ইশারা করেন এবং যুদ্ধবিমানের পতনের ভঙ্গি করেন—যা চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের সীমান্ত সংঘাতের ইঙ্গিতবাহী। অন্যদিকে, অর্ধশতক পূর্ণ করার পর সাহিবজাদা ফারহান বন্দুক তাক করার মতো অঙ্গভঙ্গি করে উদযাপন করেছিলেন।
এর আগে, এশিয়া কাপের গ্রুপপর্বে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হন। তিনি সেই ম্যাচকে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘাতের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেছিলেন। যাদব দোষ স্বীকার না করলেও ম্যাচ রেফারি রিচার্ডসন তার ব্যাখ্যা নাকচ করে দেন এবং ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেন। এ রায়ের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড আপিল করেছে।
সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূর্যকুমারের মন্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে আইসিসির কাছে। তারা দাবি করে, সূর্যকুমারের ওপর আচরণবিধির সর্বোচ্চ পর্যায়ের (লেভেল-৪) শাস্তি প্রয়োগ করতে হবে। পিসিবি যুক্তি দেয়, এর আগে রাজনৈতিক বার্তা প্রচারের জন্য একাধিক খেলোয়াড়কে জরিমানা বা নিষিদ্ধ করা হয়েছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের ভার্চুয়াল সেমিফাইনালে বাংলাদেশকে ১১ রানে হারায় পাকিস্তান। ব্যাট হাতে ১৩৫-৮ স্কোরে থেমে গেলেও পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে তারা। এর ফলে এশিয়া কাপের ১৭তম আসরে প্রথমবারের মতো ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখতে যাচ্ছে দর্শকরা।