স্পোর্টস ডেস্ক: দুবাই: শেষ বলে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ৩ রান। হর্ষিত রানার ডেলিভারি লং অনে ঠেলে দেন দাসুন শানাকা। দুই রান নিতে সক্ষম হলেও তিন রান সম্ভব হয়নি। ফল—২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান করে ভারতীয় ইনিংসের সমান স্কোরে থামে শ্রীলঙ্কা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানেই অর্শদীপ সিংয়ের অনবদ্য বোলিংয়ে মাত্র ২ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। প্রথম বলেই ৩ রান তুলে ভারত নিশ্চিত করে জয়।

ম্যাচের রোমাঞ্চ
ভারতের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দুর্দান্ত সূচনা পায় পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরার ওপেনিং জুটিতে। তারা গড়েন ১২৭ রানের রেকর্ড জুটি। নিশাঙ্কা খেলেন ঝোড়ো ৫৮ বলে ১০৭ রানের ইনিংস, যাতে ছিল ৭টি চার ও ৬টি ছক্কা। পেরেরা যোগ করেন ৫৮ রান। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১২ রান। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত টাই মেনে নিতে হয় লঙ্কানদের।
সুপার ওভারের নাটকীয়তা
সুপার ওভারে বল হাতে পান অর্শদীপ সিং। প্রথম পাঁচ বলেই তুলে নেন দুই উইকেট, দেন মাত্র ২ রান। ব্যাট হাতে নেমে সূর্যকুমার যাদব প্রথম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার ডেলিভারি এক্সট্রা কভারে ঠেলে ৩ রান নিয়ে নিশ্চিত করেন ভারতের জয়।
সূর্যকুমারের নেতৃত্বে আত্মবিশ্বাস
পুরস্কার বিতরণী মঞ্চে এসে সূর্যকুমার যাদব বলেন, “মনে হচ্ছে ফাইনাল খেলে ফেললাম। ম্যাচটা সেমিফাইনালের মতো ভেবেই খেলতে বলেছিলাম ছেলেদের। শেষ পর্যন্ত জয় পেয়ে খুব ভালো লাগছে।”
অর্শদীপকে নিয়ে তিনি আরও বলেন, “ওকে বলেছিলাম নিজের পরিকল্পনায় বিশ্বাস রাখতে। এর আগেও বহুবার এই পরিস্থিতিতে দলকে জিতিয়েছে। আজও সেটা করে দেখাল।”
ভারতের ইনিংস
প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে তোলে ২০২ রান। ওপেনার অভিষেক শর্মা খেলেন ৩৭ বলে ৬১ রানের ইনিংস। তিলক বর্মা অপরাজিত থাকেন ৪৯ রানে। সঞ্জু স্যামসন যোগ করেন ৩৯ রান। শেষ বলে ছক্কা হাঁকিয়ে স্কোরবোর্ড ২০০ পার করেন অক্ষর প্যাটেল (২১*)।
শ্রীলঙ্কার ইনিংস
উত্তরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা হারায় প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে। তবে নিশাঙ্কা ও পেরেরা ইনিংসকে এগিয়ে নেন। নিশাঙ্কার সেঞ্চুরিতে জয়ের খুব কাছেও পৌঁছে যায় লঙ্কানরা। কিন্তু শেষ মুহূর্তের চাপে ব্যর্থ হয়ে ম্যাচ টাই করে ফেলেন তারা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ভারত – ২০২/৫ (২০ ওভারে)
অভিষেক ৬১, তিলক ৪৯*, স্যামসন ৩৯
শানাকা ২/২৩
শ্রীলঙ্কা – ২০২/৫ (২০ ওভারে)
নিশাঙ্কা ১০৭, পেরেরা ৫৮
হার্দিক ১/৭, কুলদীপ ১/৩১
সুপার ওভার:
শ্রীলঙ্কা – ২/২ (৫ বলে)
ভারত – ৩/০ (১ বলে)
সামনে ভারত-পাকিস্তান ফাইনাল
এই জয়ের ফলে সুপার ফোরে টানা জয় ধরে রেখে অপরাজিত অবস্থায় ফাইনালে উঠল ভারত। প্রতিপক্ষ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রোববার এশিয়া কাপের ফাইনালে দুই পরাশক্তির লড়াই এখন ক্রিকেট বিশ্বে সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথে পরিণত হয়েছে।