বিজনেসটুডে২৪ ডেস্ক: জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির মাঠে প্রবেশ করা থালাপতি বিজয়ের এক জনসভায় হুড়োহুড়ির ঘটনায় অন্তত ২৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে তামিলনাড়ুর কুন্নুর জেলায়, যেখানে বিজয়ের নবগঠিত রাজনৈতিক দল “তামিলাগা ভেট্রি কাঝাগম” (TVK)-এর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই কয়েক হাজার মানুষ সমাবেশস্থলে ভিড় করতে শুরু করেন। অনুষ্ঠানস্থলের প্রবেশপথ সংকীর্ণ হওয়ায় হঠাৎই তীব্র ঠেলাঠেলি শুরু হয়। কয়েকজন পড়ে গেলে তার ওপর দিয়ে আরেকদল মানুষ দৌড়ে যেতে থাকেন। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে শ্বাসরুদ্ধ ও পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা যান।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের অধিকাংশই নারী ও বৃদ্ধ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালসহ বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ব্যাপক চিৎকার-চেঁচামেচি ও আতঙ্ক তৈরি হলে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা মঞ্চ ছেড়ে নেমে উদ্ধারকাজে সহায়তা করেন।
এদিকে, অভিনেতা বিজয় নিজে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আজকের এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারকে সব রকম সহায়তা দেওয়া হবে। এই মুহূর্তে রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই আমার অঙ্গীকার।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিহতদের প্রতি শোক জানিয়ে পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে বিজয়ের জনপ্রিয়তা নিয়ে সমাবেশে ব্যাপক ভিড় হবে—এটি আগেই অনুমান করা গিয়েছিল। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটল।
পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সমাবেশস্থলে নিরাপত্তা ঘাটতি ও দুর্বল ব্যবস্থাপনা নিয়েই উঠছে সবচেয়ে বেশি প্রশ্ন।
তামিলনাড়ুর এই মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় পুরো ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।