Home অন্যান্য পাকিস্তানে আহত উট ‘চাঁদনী’: শারীরিক যন্ত্রণা কাটিয়ে উঠছে

পাকিস্তানে আহত উট ‘চাঁদনী’: শারীরিক যন্ত্রণা কাটিয়ে উঠছে

বিজনেসটুডে২৪ ডেস্ক:  পাকিস্তানের সিন্ধ প্রদেশের সুক্কুরে এক করুণ ঘটনা। নিজের মতোই নিরীহ ও শান্তিপ্রিয় উট ‘চাঁদনী’ এক মর্মান্তিক হামলার শিকার হয়। তিন ব্যক্তি তার পেছনের ডান পা চাপা দিয়ে আঘাত করে। প্রাণহানির মতো ভয়ংকর পরিস্থিতি এড়াতে স্থানীয় চিকিৎসকরা রাতদিন এক করে কাজ করেছেন।

উটটি এমন নিরীহ প্রাণী যে নিজের স্বাভাবিক চলাফেরার জন্য মানুষকে ভরসা করে। কিন্তু গত ১৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া এ হামলা তার জীবনে এক অমানবিক মোড় নেয়। চাঁদনির মালিক পুলিশে অভিযোগ দায়ের করেন; হামলাকারীদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন এখনও পলাতক।

চিকিৎসকরা জানান, চাঁদনির পা সংরক্ষণ আর সম্ভব ছিল না। সংক্রমণের আশঙ্কায় তাকে অস্ত্রোপচার করে পা কেটে দিতে হয়। তার চোয়ালেও অস্ত্রোপচার করা হয়েছে। সিন্ধ লিভেস্টক সেক্রেটারি কাজিম জাতই বলেন, “উট চাঁদনী এখন বিপদমুক্ত এবং সচেতন। দুই দিনের মধ্যে সে খাবার গ্রহণ করতে পারবে, এবং তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ খেতে সক্ষম হবে।”

CDRS Benji Project-এর সেবা ও চিকিৎসক দল চাঁদনির যত্নে দিনরাত এক করেছেন। প্রকল্প পরিচালক সারাহ জাহাঙ্গীর জানিয়েছেন, “চাঁদনী এখনও আঘাতের যন্ত্রণা কাটিয়ে উঠছে। আমরা ধীরে ধীরে তার পূর্ণ পুনর্বাসনের দিকে এগোচ্ছি। সবাইকে তার জন্য প্রার্থনা করতে বলছি। আমরা তার এক্স-রে এবং ছবি যুক্তরাষ্ট্রের Bionic Pets USA-কে পাঠাচ্ছি, যাতে তার পায়ের জন্য কৃত্রিম সমাধান নিশ্চিত করা যায়।”

চাঁদনির ওপর হামলা পশুপ্রেমীদের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে প্রাণী অধিকার নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, এমন করুণ ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সচেতনতা বাড়ানো জরুরি।

ড. জাভেদ খোসো, জুলফিকার ওথোআলি গোপাং অস্ত্রোপচার সম্পন্ন করেছেন, এখন তার পূর্ণ শারীরিক পুনরুদ্ধার ও মানসিক শান্তি ফিরিয়ে আনার উপর মনোযোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, “উটের ক্ষত সারার পর, বিশেষজ্ঞদের সহায়তায় কৃত্রিম পা প্রতিস্থাপন নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ যত্ন অব্যাহত রাখতে হবে।”

পশুপ্রীতি ও মানবতার বন্ধনে অনুপ্রাণিত হয়ে সারা দেশের পশুপ্রেমীরা চাঁদনির জন্য প্রার্থনা করছেন। এ ঘটনা শুধু এক উটের জীবন নয়, বরং পশু অধিকার ও সংরক্ষণের গুরুত্বকেই সামনে তুলে ধরেছে।

ঠিক এক বছর আগে পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের সাংঘর জেলায় এক জমির মালিকের নৃশংস হামলায় পা হারিয়েছিল এক কিশোরী উট ক্যামি। সেই ক্যামি মঙ্গলবার সকালে প্রথমবারের মতো আবারও চার পায়েই হাঁটলো, কৃত্রিম পায়ের সাহায্যে। আর এই দৃশ্য দেখে আবেগে ভেসেছেন তার তত্ত্বাবধায়কেরা।

উটটিকে পুনরায় হাঁটার উপযোগী করে তোলার জন্য দীর্ঘ সময় ধরে চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক সেবা দেওয়া হয় করাচির সিডিআরএস বেনজি প্রকল্পের পশুকল্যাণ আশ্রয়কেন্দ্রে। এতে সহায়তা করে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কৃত্রিম অঙ্গ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও সিন্ধু প্রাদেশিক সরকার।