সংবিধান অনুযায়ী বাংলাদেশে সংখ্যালঘু নেই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন বাংলাদেশের সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তিনি বলেন, “এ উৎসব যেভাবে সার্বজনীন বলে পরিচিত, আসলে এটি কেবল সার্বজনীন নয়; বরং আমাদের জাতীয় সংস্কৃতির একটি অংশে রূপ নিয়েছে।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ বা সংস্কৃতি নির্বিশেষে সবাই সমান নাগরিক। তাই এখানে ‘সংখ্যালঘু’ বলে কোনো ধারণা থাকতে পারে না। “যদি সংবিধান আমাদের সমান অধিকার দেয়, তবে সংখ্যালঘু শব্দটিই সাংঘর্ষিক। এটি আমাদের মাথায় রাখতে হবে,” মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে সব নাগরিক সমান সাংবিধানিক অধিকার ভোগ করবেন। ধর্মীয় উৎসবগুলো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে—এটাই বিএনপির অঙ্গীকার। “বিভিন্ন ধর্মের উৎসবে সবাই যেন অংশ নিতে পারি, সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে। অতীতের ভুলত্রুটি নিয়ে ব্যস্ত থাকার চেয়ে আমাদের মনোযোগী হতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায়,” যোগ করেন আমীর খসরু।
এর আগে তিনি নগরীর শুলকবহর ওয়ার্ডের ২ নম্বর গেইট আদর্শপাড়া মুরাদপুর মন্দির, লালখান বাজার হাইওয়ে মোড় পূজামণ্ডপ এবং ১৩ নম্বর ওয়ার্ড হাসপাতালের পাশে লোকসেড গেট পূজামণ্ডপ পরিদর্শন করেন।