বিজনেসটুডে২৪ ডেস্ক: চীনের হাংঝু-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেভেলপার প্রতিষ্ঠান ডিপসিক (DeepSeek) তাদের সর্বশেষ “প্রায়োগিক” মডেল উন্মোচন করেছে। সংস্থাটি জানিয়েছে, নতুন এই মডেল পূর্ববর্তী সংস্করণের তুলনায় প্রশিক্ষণে আরও সাশ্রয়ী এবং দীর্ঘ টেক্সট প্রক্রিয়াকরণে অধিক কার্যকর।
নতুন মডেলটির নাম DeepSeek-V3.2-Exp। ডেভেলপার ফোরাম Hugging Face-এ দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি একে তাদের “পরবর্তী প্রজন্মের আর্কিটেকচারের দিকে অগ্রসর হওয়ার একটি মধ্যবর্তী ধাপ” হিসেবে উল্লেখ করেছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আর্কিটেকচার হবে ডিপসিকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রিলিজ। এর আগে DeepSeek V3 এবং DeepSeek R1 প্রকাশের পর সিলিকন ভ্যালি থেকে শুরু করে আন্তর্জাতিক প্রযুক্তি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।
নতুন প্রযুক্তি ও বৈশিষ্ট্য
ডিপসিক জানিয়েছে, DeepSeek-V3.2-Exp-এ যুক্ত হয়েছে বিশেষ একটি প্রক্রিয়া— DeepSeek Sparse Attention। এর মাধ্যমে মডেল প্রশিক্ষণ ও ব্যবহার প্রক্রিয়ায় কম্পিউটিং খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু পারফরম্যান্স সূচকে এটি আরও ভালো ফল দিতে সক্ষম।
প্রতিষ্ঠানটি সোমবার এক্স (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, তারা এপিআই (API) সেবার মূল্য ৫০ শতাংশেরও বেশি কমাচ্ছে।
প্রতিদ্বন্দ্বীদের জন্য চাপ
যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন আর্কিটেকচার বাজারে ডিপসিকের পূর্ববর্তী সংস্করণের মতো বড় ধরনের আলোড়ন তুলতে নাও পারে, তবুও এটি স্থানীয় প্রতিদ্বন্দ্বী আলিবাবার Qwen এবং আন্তর্জাতিক প্রতিযোগী OpenAI-এর জন্য চাপ তৈরি করতে পারে।
ডিপসিক যদি আবারও R1 ও V3 মডেলের সাফল্য পুনরাবৃত্তি করতে পারে, তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম খরচে এবং কম সময়ে কার্যকরী এআই মডেল সরবরাহ করা সম্ভব হবে।