Home Second Lead আবারও ট্রলারসহ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আবারও ট্রলারসহ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ছবি: এ আই
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করা হয়।

জেলেদের তথ্যমতে, আটক হওয়া ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের বাসিন্দা মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন। আটক জেলেদের মিয়ানমারের রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইনে নিয়ন্ত্রক ভূমিকা রাখা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পরিচালিত ওয়েবসাইট ‘গ্লোবাল আরাকান নেটওয়ার্ক’ মঙ্গলবার সন্ধ্যায় একটি বিবৃতিতে জানায়, বাংলাদেশি দুটি ট্রলার মিয়ানমারের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার কারণে তাদের আটক করা হয়েছে।

কায়ুখখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, “সাগরে মাছ শিকারে যাওয়া কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মি দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে। এখনো আমাদের অনেক ট্রলার ফেরেনি।”

অন্য এক ট্রলার মালিক মোহাম্মদ রফিক বলেন, “এর আগেও আরাকান আর্মি আমাদের জেলেদের আটক করেছে। এখনও তাদের হেফাজতে অনেক জেলে রয়েছে। আবারও হামলার ঘটনা ঘটায় নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা ভয়ংকর হয়ে উঠেছে।”

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, তিনি বিভিন্ন সূত্রে ঘটনাটি জেনেছেন এবং ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।