Home সারাদেশ কুয়াকাটার সমুদ্রে জেলের জালে উঠল বিরল আকারের ইলিশ

কুয়াকাটার সমুদ্রে জেলের জালে উঠল বিরল আকারের ইলিশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পটুয়াখালী: কুয়াকাটার নীল জলরাশিতে ভোরের আলো ফোটার আগে জেলেদের জালে ধরা পড়ল এক বিস্ময় এক বিরল আকারের ইলিশ। সমুদ্রের গহীন থেকে উঠে আসা এই রুপালি অতিথির ওজন দুই কেজি দুইশ গ্রাম। বাজারে আনা মাত্রই চারপাশে যেন কৌতূহল আর উল্লাসের ঢেউ।

বুধবার (১ অক্টোবর) আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিস আড়তে মাছটি আসার পর মুহূর্তেই জেলেপাড়া জেগে ওঠে। লোকজন ছুটে আসে একনজর দেখার জন্য। সবার মুখে তখন একটাই প্রশ্ন—“এত বড় ইলিশ আগে কখনও দেখেছেন?”

মৎস্যজীবী ছোবাহান মাঝির জালে ধরা পড়ে এই অনন্য ইলিশ। তিনি বললেন, “এমন মাছ সচরাচর ওঠে না। যখন জালে ধরা পড়ল, আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। সাইজ বড় হওয়ায় দামও পেলাম ভালো।” মাছটি বিক্রি হয়েছে কেজি প্রতি চার হাজার টাকা দরে—মোট প্রায় আট হাজার আটশ টাকায়।

মৎস্য ব্যবসায়ী পি এম মুসা, যিনি মাছটি কিনেছেন, তিনি অভিভূত কণ্ঠে জানালেন, “দীর্ঘদিনের অভিজ্ঞতায় এত বড় ইলিশ আর দেখিনি। এই রুপালি সৌন্দর্যকে ঠাকুরগাঁও পাঠাবো। সেখানকার বাজারে হয়তো আরও বেশি দামে বিক্রি সম্ভব হবে।”

শুধু ব্যবসায়ী বা ক্রেতা নয়, সরকারি কর্মকর্তারাও বিষয়টিকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে বড় আকারের ইলিশ ধরা পড়ার ঘটনা বেড়েছে। ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার সুফলেই আজ জেলের জালে এমন চমক দেখা যায়। উৎপাদনও ক্রমেই বাড়ছে।”

সমুদ্রের নোনা হাওয়ায় ভেসে আসা এই বিরল আকারের ইলিশ যেন এক প্রতীক—ধৈর্য, নিষেধাজ্ঞা মেনে চলা আর প্রকৃতিকে সুযোগ দিলে সে তার ভাণ্ডার খুলে দেয়। জেলেদের মুখে আজ হাসি, আর মানুষের মনে বিস্ময়—বাংলার গর্ব ইলিশ আবারও দেখাল তার মহিমা।

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সাধারণত বাজারে পাওয়া যায় ৭০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের মধ্যে। তবে উপযুক্ত পরিবেশ, প্রজননকালীন সুরক্ষা এবং সমুদ্রের গভীরে গেলে বড় আকারের ইলিশও ধরা পড়ে।

সাধারণত ইলিশের সর্বোচ্চ ওজন দুই থেকে সাড়ে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে, যদিও এটি বেশ বিরল ঘটনা। অতীতে বাংলাদেশের বিভিন্ন উপকূলে আড়াই থেকে তিন কেজি ওজনের ইলিশ ধরা পড়ার খবর পাওয়া গেছে।

গবেষক ও মৎস্য কর্মকর্তাদের মতে, প্রাকৃতিকভাবে ইলিশ সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত ওজন ধারণ করতে পারে; এর বেশি ওজনের ইলিশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সে হিসেবে কুয়াকাটায় এবার ধরা পড়া দুই কেজি দুইশ গ্রাম ওজনের ইলিশটিও নিঃসন্দেহে অত্যন্ত বিরল এবং ব্যতিক্রমধর্মী একটি ঘটনা।