রবিবার ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে ফাতিমা সানার দল
স্পোর্টস ডেস্ক: কলম্বোতে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে হেরে গেল বাংলাদেশকে। বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। পাকিস্তান ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয়। জবাবে ৩১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ওভার থেকেই পাকিস্তানকে বড় ধাক্কা লাগে। মারুফা আক্তারের প্রথম ওভারেই পরপর দু’টি বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উমাইমা সোহেল ও সিদরা আমিন। এর ফলে পাকিস্তানের ইনিংস শুরুতেই ধীর হয়ে যায়।
তৃতীয় উইকেটে ৪২ রান যোগ করেন মুনিবা আলি (১৭) ও রামিন শামিম (২৩)। কিন্তু নাহিদা আক্তার পরপর দু’ওভার দুই ব্যাটারকে আউট করে পাকিস্তানকে আরও চাপের মুখে ফেলে। ৪৭ রানে ৪ উইকেট হারানোর পর দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। আক্রমণাত্মক ব্যাটসম্যান আলিয়া রিয়াজ় (১৩), সিদরা নওয়াজ় (১৫), ফাতিমা সানা (২২) এবং নাতালিয়া পারভেজ (৯) যথেষ্ট রান তুলতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে শোরনা আক্তার সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া নাহিদা আক্তারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ব্যাট হাতে বাংলাদেশকে জেতান রুবিয়া হায়দার। তিনি অপরাজিত ৫৪ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রানের সঙ্গে রুবিয়ার সাথে তৃতীয় উইকেটে ৬২ রানের যোগ করেন। ৩৫ রানে ২ উইকেট হারানোর পরও দলের জয়ের পথ আটকে দেয়নি তারা।
ম্যাচে নিগার সুলতানা ছয়জন বোলার ব্যবহার করেন। সবাই সমানভাবে ধারাবাহিক বোলিং করেন। পাকিস্তান অবশ্য স্বর্ণা ও নাহিদার দাপটের দিনে বড় রান করতে পারেনি।
কলম্বোর টস জয়ী বাংলাদেশ শুরু থেকেই ধাক্কা দেয় পাকিস্তানকে। প্রথম ওভারেই জোড়া ধাক্কা সামলাতে পারেনি পাকিস্তান। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তাদের মেয়েরা। ৭ নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক ফাতিমা সানা ৩৩ বলে ২২ রান করলেও দল ১২৯ রানে অলআউট হয়।
পাকিস্তান রবিবার ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে, এ ম্যাচে তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে।