বিনোদন ডেস্ক: বলিউডে তারকা পরিবারগুলির নানা গল্প প্রায়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি এমনই এক মজার কিন্তু বিব্রতকর ঘটনার স্মৃতি শেয়ার করলেন অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কল খন্না। আলিয়া ভট্টের সঙ্গে এক সাক্ষাৎকারে টুইঙ্কল জানিয়েছেন, একসময় নেটাগরিকরা তাঁকে প্রয়াত অভিনেতা ঋষি কপূরের ‘অবৈধ কন্যা’ ভেবে নিয়েছিলেন!
ঘটনার সূত্রপাত ঋষি কপূরের একটি জন্মদিনের পোস্ট থেকে। টুইঙ্কল বলেন, “আমার জন্মদিনে ঋষিজি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— ‘তুমি কি জানো, তুমি যখন তোমার মায়ের গর্ভে, তখন তোমার মাকে আমি গান শুনিয়েছিলাম।’ এই পোস্ট দেখেই অনেকে ধরে নেন, আমি নাকি ওঁর অবৈধ কন্যা। এরপর উনি অনেক কটাক্ষের শিকার হন। পরে ঋষিজিকেই বিষয়টি পরিষ্কার করে লিখতে হয়েছিল।”
ঋষি আসলে ইঙ্গিত করেছিলেন ১৯৭৩ সালের ‘ববি’ ছবির শুটিংয়ের দিকে। তখন ছবির নায়িকা ডিম্পল কপাডিয়া ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। মার্চে রাজেশ খন্না ও ডিম্পলের বিয়ে হয়, সেপ্টেম্বরে ‘ববি’ মুক্তি পায়, আর ডিসেম্বরেই জন্ম হয় টুইঙ্কলের। সেই সময়কার স্মৃতি নিয়েই রসিকতা করেছিলেন ঋষি কপূর।
আলিয়ার সামনে টুইঙ্কলের এমন মন্তব্যে খানিক অস্বস্তির মুহূর্ত তৈরি হয়। তবে মজার ছলে তিনি বলেন, “আরে, আমি তোমার ননদ নই, এটা পুরো ভুল বোঝাবুঝি।” সাক্ষাৎকারে উপস্থিত বরুণ ধবনও হাসতে হাসতে যোগ করেন, “আলিয়া বুঝতেই পারছে না কী প্রতিক্রিয়া দেবে।”
এক কথায়, ঋষির একটি সরল পোস্ট ভুল বোঝাবুঝির জন্ম দিলেও, আজ তা বলিউডের এক মজার কাহিনি হয়ে উঠেছে।