Home চট্টগ্রাম এফবিসিসিআই নির্বাচন: ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মাঠে ড. পারভেজ

এফবিসিসিআই নির্বাচন: ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মাঠে ড. পারভেজ

ড. মো. পারভেজ সাজ্জাদ আকতার
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের ব্যবসায়ী সমাজে এখন সবচেয়ে আলোচিত ইস্যু আসন্ন এফবিসিসিআই নির্বাচন। নির্বাচন ঘিরে সারাদেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলো সরগরম। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সভাপতি পদপ্রার্থী ড. মো. পারভেজ সাজ্জাদ আকতার। তিন দশকেরও বেশি সময় ধরে শিল্প-বাণিজ্যের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই উদ্যোক্তা কয়েক মাস ধরেই দৌড়ঝাঁপ করছেন মাঠে। কোথাও ব্যবসায়ীদের সঙ্গে খোলা আড্ডা, কোথাও মতবিনিময় সভা, আবার কোথাও নীতিগত সংস্কারের প্রতিশ্রুতি—সব মিলিয়ে তিনি যেন নির্বাচনী অঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র।

বিজনেসটুডে২৪-এর সঙ্গে শনিবার বিকেলে তাঁর বাসভবনে দীর্ঘ আলাপচারিতায় উঠে এলো তার ভিশন ও প্রত্যাশা। আলাপের শুরুতেই তিনি জানালেন “নির্বাচনের প্রস্তুতি শুধু ভোটের কয়েক মাস আগে হয় না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রক্ষা, তাদের সমস্যা বোঝা আর সমাধানের পথ খোঁজাই আমার মূল কাজ।”

তার চোখেমুখে ভরসা জাগানো আত্মবিশ্বাস। তিনি বলেন, “বাংলাদেশের উদ্যোক্তারা প্রতিকূলতার মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েছেন। কিন্তু তাদের ন্যায্য প্রত্যাশা পূরণে আমরা পিছিয়ে পড়েছি। আমি চাই এফবিসিসিআই হোক সেই সেতুবন্ধন যেখানে সরকার, ব্যবসায়ী আর ভোক্তা তিন পক্ষ একসঙ্গে কাজ করবে।”

কথার ফাঁকে ফাঁকেই উঠে আসে তার নির্বাচনী ইশতেহারের রূপরেখা। প্রথমেই বলেন ব্যবসায়ীদের জন্য নীতিগত স্বচ্ছতার কথা। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, সহজ ঋণপ্রাপ্তি, কর ব্যবস্থার জটিলতা হ্রাস এসবকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টির ওপর জোর দিচ্ছেন। “চতুর্থ শিল্পবিপ্লবের যুগে তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো ছাড়া এগোনো সম্ভব নয়,” বললেন তিনি।

প্রতিযোগিতার প্রসঙ্গ উঠতেই তিনি হেসে উত্তর দিলেন, “প্রতিযোগিতা মানেই ভয় নয়, বরং এটি সুস্থ রাজনীতির সৌন্দর্য। আমি কারও বিরুদ্ধে নেতিবাচক প্রচার চাই না। আমার লক্ষ্য হলো আমার পরিকল্পনা, অভিজ্ঞতা আর দলকে সামনে আনা।”

সভাপতি নির্বাচিত হলে কী করবেন প্রথমে? প্রশ্নের উত্তরে তিনি খানিকক্ষণ ভেবে বললেন, “সবচেয়ে আগে আস্থা ফিরিয়ে আনতে হবে। আমি খোলা দরজার নীতি নিতে চাই, যেন প্রত্যেক উদ্যোক্তা মনে করেন এফবিসিসিআই তাদেরই ঘর।”

আলাপের এক পর্যায়ে তার চোখে ধরা দিল ভবিষ্যতের স্বপ্ন। “আমি চাই এফবিসিসিআই শুধু ব্যবসায়ীদের সংগঠন না হয়ে জাতীয় উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হোক। আমাদের উদ্যোক্তারা যেন বিশ্ববাজারে বাংলাদেশের মর্যাদা বাড়াতে পারেন, কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারেন।”

আলাপ শেষ হওয়ার পর মনে হলো, এফবিসিসিআইয়ের সভাপতি পদে শুধু একজন প্রার্থী নয়, বরং একজন স্বপ্নদ্রষ্টা দাঁড়িয়ে আছেন ড. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ আকতার। তার ভিশন বাস্তবে রূপ নিলে সংগঠনটির ভবিষ্যৎ হয়তো নতুন দিগন্তে পৌঁছাতে পারে।

  •  নির্বাচনের প্রস্তুতি শুধু ভোটের আগে নয়, বরং দীর্ঘমেয়াদি সম্পর্ক ও আস্থার প্রক্রিয়া।
  • প্রধান অঙ্গীকার: নীতিগত স্বচ্ছতা, বিনিয়োগবান্ধব পরিবেশ, সহজ ঋণপ্রাপ্তি ও কর ব্যবস্থার সরলীকরণ।
  • তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ গ্রহণে জোর দিচ্ছেন তিনি।
  • প্রতিদ্বন্দ্বিতাকে তিনি দেখছেন সুস্থ ব্যবসায়ী রাজনীতির সৌন্দর্য হিসেবে, নেতিবাচক প্রচারের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
  • সভাপতি নির্বাচিত হলে প্রথম কাজ হিসেবে ঘোষণা করেছেন ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা ও ‘খোলা দরজার নীতি’ গ্রহণ।
  •  ভিশন: এফবিসিসিআইকে জাতীয় উন্নয়নের চালিকা শক্তি ও বিশ্ববাজারে বাংলাদেশের মর্যাদাবাহী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা।
  • আলাপের সারাংশে প্রতীয়মান, ড. পারভেজ সাজ্জাদ শুধু প্রার্থী নন, বরং একজন বাস্তববাদী স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা।