এভিয়েশন ডেস্ক: মিলান থেকে লন্ডনগামী রায়ানএয়ারের একটি ফ্লাইট গত সপ্তাহে এক অদ্ভুত ঘটনার কারণে প্যারিসে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানের এক যাত্রী নাকি মাঝ আকাশে নিজের পাসপোর্ট ছিঁড়ে ফেলে তার কিছু অংশ খেয়ে ফেলেন।
ঘটনার পর কেবিন ক্রুরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং পাইলটরা নিরাপত্তাজনিত কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যাত্রী পাসপোর্টের বাকি অংশগুলো বিমানের শৌচাগারে ফ্লাশ করে দিতে চেষ্টা করেন, যা দেখে অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
কেবিন ক্রুরা নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে ককপিটে বিষয়টি জানান, এবং এরপরই বিমানটি ফ্রান্সের প্যারিসে নামানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেয় এবং তদন্ত শুরু করে।
রায়ানএয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ক্রুরা “দ্রুত ও যথাযথ পদক্ষেপ” নিয়েছেন এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।
বিমানের এক যাত্রী বলেন, “অবতরণের আগের ১৫ মিনিট ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ের সময়।”
যদিও মাঝেমধ্যে বিমানে যাত্রীদের অস্বাভাবিক আচরণের খবর পাওয়া যায়, তবে আকাশপথে পাসপোর্ট ছিঁড়ে খেয়ে ফেলার ঘটনা অত্যন্ত বিরল। ইউরোপীয় ইউনিয়নের আইনে আন্তর্জাতিক ভ্রমণের সময় বৈধ পরিচয়পত্র বহন বাধ্যতামূলক; ফলে এই কাজটি কেবল অস্বাভাবিক নয়, আইনবিরুদ্ধও বটে।