সারিকাইত এলাকায় চলছে শোকের মাতম
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সন্দ্বীপ : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের সাত প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা গেছে, সাগর থেকে মাছধরা শেষে ফেরার পথে প্রবাসীদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়, যার মধ্যে সাতজনই বাংলাদেশি নাগরিক।
নিহতদের সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তাঁদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে—বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি। বাকি দুইজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বুধবার রাতে সারিকাইত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।”
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা জানান, মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসও তদারকি করছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে দুকুম সিদরা এলাকার উপকূল থেকে মাছ ধরার কাজ শেষে ফেরার সময় মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। মুহূর্তেই প্রাণ হারান ১০ যাত্রী। ঘটনাস্থলটি দেখতে ছুটে যান স্থানীয়রা ও পুলিশ সদস্যরা।
প্রবাসী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্দ্বীপের সারিকাইত এলাকায় চলছে শোকের মাতম। নিহতদের স্বজনরা দেশে বসে প্রিয়জন হারানোর বেদনায় ভেঙে পড়েছেন।
একজন স্থানীয় প্রবাসী বলেন, “যে গাড়িটিতে তারা ফিরছিলেন, সেটি প্রায়ই মাছধরা শ্রমিকদের যাতায়াতে ব্যবহার করা হয়। কিন্তু আজকের এই দুর্ঘটনা আমাদের সবার হৃদয় ভেঙে দিয়েছে।”