বিনোদন ডেস্ক: বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী জাহির ইকবাল সম্প্রতি আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঘুরে আসেন। দম্পতি তাঁদের এই সফরের একটি সুন্দর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, সোনাক্ষি ও জাহির মসজিদের ভেতর দিয়ে হাঁটছেন, চারপাশে সাদা মার্বেলের মনোরম স্থাপত্য, আর শান্ত পরিবেশ। সোনাক্ষি লিখেছেন, “Found a little sukoon (peace), right here in Abu Dhabi! ✨🕌 #InAbuDhabi #ad”
সবুজ পোশাকে সোনাক্ষির প্রশান্ত লুক
মসজিদ পরিদর্শনের সময় সোনাক্ষি পরেছিলেন সবুজ ও সাদা প্রিন্টেড শর্ট কুর্তা ও পায়জামা, মাথায় ছিল সবুজ দুপাট্টা। তাঁর এই পোশাক ও আচরণে অনেকে প্রশংসা করেছেন। অন্যদিকে জাহির পরেছিলেন কালো শার্ট ও সবুজ ট্রাউজার।
ইন্টারনেটে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বহু ভক্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “সোনাক্ষির জন্য এটা স্বাভাবিক, কিন্তু দীপিকার জন্য নয় কেন? দুজনেই তাঁদের স্বামীদের সঙ্গে মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন এবং দারুণ লাগছিল। আমাদের অন্যের ব্যক্তিগত ধর্মীয় পছন্দ নিয়ে ট্রোল বন্ধ করা উচিত।” আরেকজন মন্তব্য করেন, “মন্দির হোক বা মসজিদ—মাথা ঢেকে রাখা আধ্যাত্মিক শ্রদ্ধার প্রকাশ, সেটা ধর্মভেদে আলাদা নয়।”
আরও এক মন্তব্যে একজন ভক্ত লিখেছেন, “তোমার পোশাক মসজিদের নান্দনিকতার সঙ্গে একদম মানানসই।” আরেকজন সরলভাবে লিখেছেন, “Beautiful.”
উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একটি ট্যুরিজম বিজ্ঞাপনে হিজাব পরায় সমালোচিত হন। সোনাক্ষির এই পোস্ট সেই ঘটনার পরই আসে।
সোনাক্ষি ও জাহিরের দাম্পত্য জীবন
সোনাক্ষি সিনহা ও জাহির ইকবাল গত বছরের ২৩ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিয়ের পর, মুম্বাইয়ের বাস্টিয়ান রেস্তোরাঁয় একটি রিসেপশন পার্টি হয়, যেখানে বহু বলিউড তারকা উপস্থিত ছিলেন। তাঁদের বিবাহ-বার্তায় লেখা ছিল—“২৩ জুন ২০১৭-তে, আমরা একে অপরের চোখে দেখেছিলাম নিখাদ ভালোবাসা, আর আজ, সেই ভালোবাসাকে জীবনের বন্ধনে রূপ দিলাম।”
সোনাক্ষির নতুন ছবি ও কাজের পরিকল্পনা
সোনাক্ষিকে সর্বশেষ দেখা গেছে ‘নিকিতা রায়’ ছবিতে, যা গত ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার, এবং ছবিটি পরিচালনা করেছেন তাঁর ভাই কুশ সিনহা—এটি তাঁর পরিচালনায় প্রথম চলচ্চিত্র।
এছাড়া সোনাক্ষি অভিনয় করেছেন তেলেগু ছবি ‘জাতাধারা’-তেও, যেখানে তাঁর বিপরীতে আছেন সুধীর বাবু। ছবিটি আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন দিব্যা খোসলা, শিল্পা শিরোদকার, ইন্দিরা কৃষ্ণা, রবি প্রকাশ, নবীন নেনি, রোহিত পাঠক, ঝাঁসি, রাজীব কানাকালা ও সুভালেখা সু্ধাকর। ছবিটি পরিচালনা করছেন ভেঙ্কট কল্যাণ ও অভিষেক জয়সওয়াল।