Home Second Lead ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ কর্মকর্তাদের টেনেহিঁচড়ে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার

ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ কর্মকর্তাদের টেনেহিঁচড়ে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার

ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরে জামায়াত ইসলামের এক নেতা ইসলামী ব্যাংকের পুরান বাজার শাখায় প্রবেশ করে কর্মকর্তাদের হুমকির ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে এই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জামায়াত বাংলাদেশের মাদারীপুর পৌর শাখার নায়েবে আমীর আবদুর রহিম তার দলীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ব্যাংকে প্রবেশ করেন। তখন তারা কর্মরত কর্মকর্তাদের টেনে-হিঁচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। অভিযোগ উঠেছে, এই হুমকি মূলত আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করা হয়েছিল।

ঘটনার বিষয়ে আবদুর রহিম সাংবাদিকদের বলেন, “দলীয়ভাবে আমাদের ওই ব্যাংকে যাওয়ার কোনো নির্দেশনা ছিল না। তবে আমরা ব্যাংকের গ্রাহক। সেই হিসেবে যারা সঠিক নিয়মে নিয়োগ পায়নি তাদের অফিসে আসতে বাধা দিয়েছি, যাতে ব্যাংকে কোনো ধরনের সমস্যা না হয়।”

মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন জানান, “ইসলামী ব্যাংকে প্রায় ৫,৫০০ কর্মী আগের সরকারের সময়ে অনিয়ম করে নিয়োগ পেয়েছিলেন। বর্তমান ব্যাংক কর্তৃপক্ষ নতুন নিয়মে তাদের পুনঃপরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দিচ্ছে, কিন্তু অনেকেই তা মানতে চায়নি। তবে মাদারীপুর পৌর নায়েবে আমীরের ফেসবুকে ছড়ানো হুমকির বক্তব্য আমাদের দলীয় কোনো বিষয় নয়; এটি তার ব্যক্তিগত বক্তব্য।”

এই বিষয়ে ইসলামী ব্যাংকের মাদারীপুর শাখার কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।