Home চট্টগ্রাম শাহমীরপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়েবাড়িতে ডাকাতি

শাহমীরপুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে বিয়েবাড়িতে ডাকাতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে নবদম্পতির বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা রাতের বেলায় নিজ বাড়িতে ফেরেন। কিছু সময় পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরা অন্তত ৮ জন ব্যক্তি ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে অস্ত্র হাতে ঘরে প্রবেশ করে। তারা সবাইকে একটি কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

নববধূর শ্বশুরবাড়ির সদস্য মো. আলমগীর বলেন, “ডাকাতদের মুখোমুখি হলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কোনো পদক্ষেপ নেননি। বরং ডাকাতদের অস্ত্র তাক করলে তারা পিছু হটে যান। পরে আমরা নিজ উদ্যোগে ডাকাতদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।”

প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাকাত দলের কয়েকজন আগে থেকেই বিয়ের অনুষ্ঠানে অতিথি সেজে উপস্থিত ছিল। তারা আশা করছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”