বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন অপু দাস (৩২) নামের এক ছাত্রদল নেতা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে।
নিহত অপু দাস ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মিন্টু দাসের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চৌধুরীহাট এলাকার একটি ফুলের দোকানের সামনে কয়েকজন যুবক এসে অপু দাস ও তাঁর সহযোগী তানিম হোসেনের ওপর অতর্কিতভাবে ছুরিকাঘাত চালায়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অপু দাসকে মৃত ঘোষণা করেন। আহত তানিম বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কথাকাটাকাটিকে কেন্দ্র করে এ হামলার সূত্রপাত হয়। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অপুকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “চৌধুরীহাটে একদল যুবক এসে অপু দাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নুরুল আবসার নামে একজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ ও অন্য কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।”
হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহত অপু দাস আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে সম্প্রতি তিনি ছাত্রদলে যোগ দেন এবং ইউনিয়ন কমিটির সভাপতির দায়িত্ব পান।
উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় বিএনপির এক কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার মাত্র পাঁচ কিলোমিটার দূরেই এক সপ্তাহের ব্যবধানে ছাত্রদল নেতার এই হত্যাকাণ্ড ঘটায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।