বিনোদন ডেস্ক: অভিনয়, বিতর্ক ও রাজনীতির মিশেলে কঙ্গনা রনৌত সবসময়ই শিরোনামে। বলিউডে নিজের জায়গা তৈরি করতে যে সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে, তা নিয়ে তিনি আগেও বহুবার মুখ খুলেছেন। এবার ফের নিজের ‘কষ্ট’ ও সাফল্যের পথচলার কথা বলতে গিয়ে শাহরুখ খানের নাম টেনে আনলেন কঙ্গনা—এবং সেখানেই তৈরি হলো নতুন বিতর্ক।
সম্প্রতি এক অনুষ্ঠানে কঙ্গনা বলেন, “আমি কেন এত সফল হয়েছি? সম্ভবত, আমার মতো কেউই গ্রাম থেকে এমনভাবে উঠে আসতে পারেনি এবং মূলধারার ছবিতে এমন সাফল্য পেতে পারেনি। আপনি যদি শাহরুখ খানের কথা বলেন, তিনি দিল্লির কনভেন্ট স্কুলে পড়েছেন। আমি এমন একটি গ্রামের মেয়ে, যার নাম হয়তো কেউ শোনেইনি—ভামলা।”
তিনি আরও যোগ করেন, “আমার সাফল্যের অন্যতম কারণ, আমি সাংঘাতিক সৎ। শুধু অন্যদের সঙ্গে নয়, নিজেকেও আমি মিথ্যা বলি না। অনেকেই হয়তো আমার কথার সঙ্গে একমত হবেন না, কিন্তু আমি নিজেকে কখনও ভণ্ডামির আড়ালে রাখিনি।”
হিমাচল প্রদেশের ভামলা গ্রামের মেয়ে কঙ্গনা, কিশোরী বয়সে বাড়ি ছেড়ে মুম্বইয়ে আসেন। মাত্র ১৯ বছর বয়সে ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু’ ও ‘রাজ ২’-এর মতো ছবিতে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন তিনি। ইতিমধ্যে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন এই অভিনেত্রী।
অন্যদিকে, শাহরুখ খান দিল্লির সন্তান। তাঁর বাবা ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ক্যান্টিন চালাতেন, আর মা ছিলেন সরকারি কর্মকর্তা। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে ছোটপর্দায় ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমে যাত্রা শুরু করেন শাহরুখ। পরবর্তীতে ‘ডর’, ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ তাঁকে বলিউডের রাজা বানিয়ে তোলে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এখনো বক্স অফিসের বাদশা।
সম্প্রতি কঙ্গনার পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। তবে অভিনেত্রীর সামনে নতুন দিগন্ত—আগামী বছর তিনি একটি হরর ড্রামা ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
Call to Action (CTA):
👉 বলিউডের সর্বশেষ বিতর্ক, মুক্তিপ্রাপ্ত ছবি ও সেলিব্রিটি আপডেট পেতে যুক্ত থাকুন বিজনেসটুডে২৪ বিনোদন বিভাগে।