বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলো বিকল্প রুটে পাঠানো হয়। এর ফলে, শনিবার বিকেলে ও সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত চারটি আন্তর্জাতিক ফ্লাইট জরুরি অবতরণ করে, যা যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বিজি ৩৪০ ফ্লাইটটি এদিন বিকেল ৩টা ৩১ মিনিটে সিলেটে অবতরণ করে। এছাড়া, সিঙ্গাপুর থেকে আসা এয়ার এস্ট্রার একটি ফ্লাইট সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিলেটে জরুরি অবতরণ করে। মালে এবং সিঙ্গাপুর থেকে আসা আরও দুটি আন্তর্জাতিক ফ্লাইটও শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিলেটে আটকা পড়ে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, শাহজালাল বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা ফ্লাইট কার্যক্রম বন্ধ থাকার পর রাত ৯টায় পুনরায় চালু হয়। এর প্রেক্ষিতে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল রাত ৯টা ২২ মিনিট থেকে স্বাভাবিক হতে শুরু করে। প্রথমে, নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিলেট বিমানবন্দর ত্যাগ করে।
আটকা পড়া আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকে জরুরি অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি রাত ১০টা ১ মিনিট ও ১০টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়ে। রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিও রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এছাড়া, মালে থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি রাত ১১টার আগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আটকেপড়া যাত্রীদের জন্য লাউঞ্জে থাকার ব্যবস্থা করেছে এবং ফ্লাইট চালু না হলে হোটেলের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে রাতের মধ্যেই বাকি আটকেপড়া বিমানগুলো ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবে।










