Home বিনোদন সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের নির্দেশ

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের নির্দেশ

সালমান শাহ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে তার মৃত্যুকে হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজধানীর রমনা মডেল থানা পুলিশকে।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবিদ হাসান। তিনি জানান, সালমান শাহর মৃত্যুর ঘটনায় তার মা নীলা চৌধুরী যে রিভিশন আবেদন করেছিলেন, আদালত তা মঞ্জুর করে হত্যা মামলা দায়েরের নির্দেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, সালমান শাহর বাবা কমর উদ্দিনের দেওয়া অভিযোগ এবং ঘটনায় জড়িত রিজভী আহমেদ ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সংযুক্ত করে মামলাটি গ্রহণ করতে হবে। এরপর রমনা মডেল থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের মাঝামাঝি সময়ে সবচেয়ে জনপ্রিয় নায়ক ছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ধানমন্ডির বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে গণ্য করা হলেও শুরু থেকেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এটি পরিকল্পিত হত্যা। সালমান শাহর মা নীলা চৌধুরী একাধিকবার অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডে চলচ্চিত্রজগতের কিছু ব্যক্তি জড়িত।

এরপর দীর্ঘ প্রায় তিন দশক ধরে মামলা ঘুরে বেড়িয়েছে বিভিন্ন সংস্থা ও আদালতের টেবিলে। সিআইডি এক পর্যায়ে ‘আত্মহত্যা’ হিসেবে প্রতিবেদন দিলেও পরিবার তা মানতে অস্বীকৃতি জানায়। নতুন করে ফরহাদ নামে এক ব্যক্তির ভিডিও জবানবন্দিতে হত্যার অভিযোগ ওঠার পর বিষয়টি ফের আলোচনায় আসে।

আইনি বিশ্লেষণ:
রিভিশন আবেদন মঞ্জুরের মাধ্যমে এখন সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে ফৌজদারি তদন্তের পথ খুলে গেল। আইনজীবীরা বলছেন, আদালতের এই নির্দেশের ফলে তিন দশক পুরনো আলোচিত ঘটনাটির আইনি পরিণতি এবার নতুন দিক পেতে পারে।