Home বিনোদন ক্যানসারের চিকিৎসায় নতুন যন্ত্রণায় দীপিকা কক্কর

ক্যানসারের চিকিৎসায় নতুন যন্ত্রণায় দীপিকা কক্কর

দীপিকা কক্কর
বিনোদন ডেস্ক: অভিনেত্রী দীপিকা কক্করের জীবনে চলতি বছরটি নিয়ে এসেছে এক কঠিন অধ্যায়। এপ্রিলে তাঁর যকৃতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসা শুরু হওয়ার পর অস্ত্রোপচারও সম্পন্ন হয়, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু এখন শুরু হয়েছে নতুন এক লড়াই, টার্গেটেড থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া।

দীপিকার কথায়, ১০ জুলাই থেকে এই থেরাপি শুরু হয়েছে। এরপর থেকেই তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গা বমি বমি ভাব, মাথা ঘোরা, মুখে ঘা, সব মিলিয়ে দিন কাটছে চরম কষ্টে। এর পাশাপাশি শুরু হয়েছে চুল পড়ার সমস্যা। দীপিকা জানান, “সাধারণত টার্গেটেড থেরাপিতে চুল পড়ে না, কিন্তু আমার সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে। চুল এত পাতলা হয়ে গেছে যে খুব শিগগিরই পরচুলা পরতে হবে।”

সম্প্রতি করা রক্তপরীক্ষায় জানা গেছে, তাঁর শরীরে থাইরয়েডের মাত্রা বেড়ে গেছে। এর প্রভাবে পেট ভার হয়ে থাকা, মনের ওঠানামা এবং মুখের ঘা আরও বেড়ে গেছে। অভিনেত্রীর ভাষায়, “থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে গত দু’দিন ধরে মুখের ঘা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।”

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দীপিকাকে আরও দেড় বছর ধরে এই টার্গেটেড থেরাপি চালিয়ে যেতে হবে। ফলে লড়াইটা দীর্ঘমেয়াদি হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য।

অস্ত্রোপচারের পর থেকে দীপিকার জীবনযাত্রা পুরোপুরি বদলে গেছে। একসময় তিনি অভিনয় ও গৃহকর্মে সর্বদা ব্যস্ত থাকতেন। কিন্তু এখন শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না। দীপিকা জানান, “আগে আমি এক জায়গায় বসে থাকতে পারতাম না, সবসময় কিছু না কিছু কাজ করতাম। এখন শরীর সেই শক্তি দিচ্ছে না।”

দীর্ঘ চিকিৎসার পথ পেরিয়ে নতুন এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই টেলিভিশন তারকা। তাঁর অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আরোগ্যের প্রার্থনা জানাচ্ছেন।