বিজনেসটুডে২৪ ডেস্ক: তীব্র রোদ আর গরম থেকে জিয়ারতকারীদের রক্ষা করতে মসজিদে নববিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় রিট্র্যাক্টেবল ছাতা প্রকল্প। ২৫০টি স্বয়ংক্রিয় ছাতা দিয়ে সজ্জিত এই ব্যবস্থায় বিনিয়োগ করা হয়েছে ৩৫০ কোটি সৌদি রিয়াল।
সৌদি ভিশন ২০৩০-এর অন্যতম আকর্ষণ এই প্রকল্পে জার্মান প্রযুক্তি ও স্থানীয় কারিগরি দক্ষতার সমন্বয় ঘটানো হয়েছে। প্রতিটি ছাতা ২৫.৫ মিটার ব্যাস বিশিষ্ট এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
প্রযুক্তির বিবরণ:
তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় ছাতাগুলো
ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বইলেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ব্যবস্থা
প্রতিটি ছাতায় ফ্যান ও ওয়াটার স্প্রেয়ার রয়েছে
বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে ২৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপে কাজ করবে
বাণিজ্যিক দিক:
জার্মানির ‘এয়ারক্রাফ্ট মডুলেশন সিস্টেমস’ কোম্পানির সাথে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করেছে সৌদি বিনলাদেন গ্রুপ। প্রকল্পের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির মূল্য ১৫ কোটি রিয়াল এবং এতে ৫০০-এর বেশি টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ার কাজ করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা:
সৌদি কর্তৃপক্ষের মতে, ২০২৫ সালের মধ্যে আরও ১০০টি ছাতা যোগ করা হবে। তাতে মোট বিনিয়োগ দাঁড়াবে ৫০০ কোটি রিয়াল। এছাড়াও ভূগর্ভস্থ পার্কিং ও শপিং কমপ্লেক্সের সম্প্রসারণ কাজ চলছে।
স্থাপত্য বিশেষজ্ঞ ড. খালিদ আল-মুত্তাকি বলেন, “এটি বিশ্বের সবচেয়ে বড় রিট্র্যাক্টেবল ছাতা নেটওয়ার্ক। এই প্রকল্প স্থানীয় ইঞ্জিনিয়ারিং খাতের জন্য একটি মাইলফলক।”
উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে মসজিদে নববির ধারণক্ষমতা বেড়ে ১০ লাখেরও বেশি হয়েছে এবং পর্যটক সংখ্যা ৩৫% বৃদ্ধি পেয়েছে।










