Home খেলাধুলা ভারতে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

ভারতে যৌন হেনস্তার শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে কফি খেতে যাওয়ার পথে যৌন হয়রানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের দুই সদস্য। বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর তারা কফিশপে যাচ্ছিলেন, তখন মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি পিছু নিয়ে অশালীন আচরণ করে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “ইন্দোরে কফিশপে যাওয়ার পথে দলের দুই সদস্যকে এক মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছে। বিষয়টি দলের নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয় পুলিশে জানান, এবং পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।”

ইন্দোর অপরাধ শাখার অতিরিক্ত জেলা পুলিশ কমিশনার রাজেশ দানদোতিয়া জানান, ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, “অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক অভিযোগ দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আকিল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে খাজরানা এলাকার বাসিন্দা, বর্তমানে আজাদ নগরে থাকে এবং তার বিরুদ্ধে আগেও অপরাধমূলক রেকর্ড রয়েছে।”

পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছিল ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে, যখন খেলোয়াড়রা র‍্যাডিসন হোটেল থেকে নিকটস্থ একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) এক বিবৃতিতে গভীর দুঃখ ও নিন্দা জানিয়ে বলেছে, “অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। কোনো নারীকে এমন ট্রমার মুখোমুখি হতে হওয়া উচিত নয়। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল।”

ঘটনাটি ইন্দোরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলেও পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে ইতিমধ্যে ন্যায়বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে চলমান নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেলে তারা শীর্ষস্থান ধরে রাখবে এবং ৩০ অক্টোবর নবি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে নামবে।